TRENDING:

Scam: ভোটের মুখেই নারদ কাণ্ডে 'বিস্ফোরণ'! ম্যাথুকে ডাকল সিবিআই, মারাত্মক মন্তব্য স্যামুয়েলের!

Last Updated:

Scam: সিবিআই সূত্রের খবর, নারদকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে নতুন করে কিছু তথ্য প্রমাণ এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ম্যাথু স্যামুয়েলকে নারদ মামলায় তলব সিবিআইয়ের। ৪ এপ্রিল ডাকা হয়েছে নিজাম প্যালেসে, সিবিআই দফতরে। ম্যাথু স্যামুয়েলকে মেইল করল সিবিআই। তলব পাওয়ার পরই বিস্ফোরক ম্যাথু স্যামুয়েল। তিনি বলেন, “আমি পলিটিক্যাল ড্রামার অংশ হতে চাই না। যাঁরা অভিযুক্ত, তারা বিভিন্ন দলে জয়েন করে ঘুরে বেড়াচ্ছে। এই নোটিশ পলিটিক্যাল ড্রামা ছাড়া কিছু না।”
ম্যাথুকে ফের তলব
ম্যাথুকে ফের তলব
advertisement

সিবিআই সূত্রের খবর, নারদকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে নতুন করে কিছু তথ্য প্রমাণ এসেছে। আর সেই সূত্র ধরেই স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আগামী ৪ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

আরও পড়ুন: নরেন্দ্র মোদি থেকে যোগী আদিত্যনাথ! জায়গা পেলেন কি দিলীপ ঘোষ? এবার প্রকাশ্যে বিজেপির তারকা প্রচারকের তালিকা

advertisement

মাস তিনেক আগেও একবার ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছিল। এই মামলায় সিবিআই-এর হাতে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ আসে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তলব করা হয়েছিল ম্যাথু স্যামুয়েলকে। কিন্তু সেবারও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ম্যাথু। তিনি সেবারও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর যাতায়াত ও কলকাতায় থাকার খরচ বহন করতে হবে সিবিআই-কে। লোকসভা নির্বাচনের মুখে তাঁকে আবারও তলব করা হল। এবার বিস্ফোরক অভিযোগ তুললেন ম্যাথু।

advertisement

আরও পড়ুন: সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলেছি!’ দুঃখপ্রকাশ করেও ভোলবদল, দিলীপ নিয়ে অস্বস্তিতে বিজেপি

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি তোলপাড় করে প্রকাশ্যে এসেছিল নারদ স্টিং অপারেশনের ফুটেজ। নারদ নিউজ যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছিল, তাতে দেখা যাচ্ছিল, রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা টাকা নিচ্ছেন। সেই মামলায় যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের অনেকে এখন বিরোধী শিবিরেও রয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: ভোটের মুখেই নারদ কাণ্ডে 'বিস্ফোরণ'! ম্যাথুকে ডাকল সিবিআই, মারাত্মক মন্তব্য স্যামুয়েলের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল