গত সপ্তাহেও তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু, মলয় ঘটক চিঠি দিয়ে জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য ব্যস্ত তিনি রয়েছেন, তাই বর্তমানে তিনি হাজিরা দিতে অপারগ। প্রয়োজনে নির্বাচন মিটে যাওয়ার পরে তিনি যেতে পারবেন বলে আইনজীবী মারফত জানিয়েছেন মলয়৷ কিন্তু ইডি মলয় ঘটকের এই সময় চাওয়ার আবেদন খারিজ করে। ফের মলয় ঘটককে নোটিস দেয় ইডি। সেই সূত্রেই ২৬ জুন, আজ দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছিল তাঁকে। এছাড়াও অনুপ মাঝি লালাকে দিল্লতে আগামী ২৯ জুন তলব করেছে ইডি।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ! কী এমন ঘটছে বঙ্গোপসাগরে? বাংলার মৎস্যজীবীদের নির্দেশ, ‘তাড়াতাড়ি ফিরুন’
ইডির দাবি, মলয় ঘটকের হাজিরা না দেওয়া আদতে আদালত অবমাননার শামিল। সেই কারণে, ফের তাঁকে নোটিস পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, আদালতেও মলয় ঘটকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনবেন ইডির আধিকারিকেরা৷ ইডি সূত্রে খবর, এর আগে তিন বার তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ মেনে, তাঁর সঙ্গে কথা বলে পনেরো দিন আগে তাঁকে নোটিস পাঠানো হয়৷ তাহলে হঠাৎ সমস্যা হল কেন? প্রশ্ন ইডির৷
আরও পড়ুন: অনুব্রতের পথেই শতাব্দী! কেষ্টকে নিয়ে যা বললেন, তোলপাড় রাজ্য রাজনীতি!
অন্যদিকে, মলয় ঘটকের দাবি, যখন তাঁর সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যোগাযোগ করা হয়, তখন তিনি জানতেন না কবে পঞ্চায়েত ভোট। এর মধ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কয়লা পাচার মামলায় মলয় ঘটককে এর আগেও একাধিক বার নোটিস দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নাম সামনে এসেছে। তাঁদের ভূমিকা সম্পর্কে ও কয়লা পাচারের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মন্ত্রীর কাছে জানতে চান ইডি আধিকারিকরা। সেই কারণেই তাঁকে বারবার তলব করা হচ্ছে বলে ইডি সূত্রের খবর৷
