হেস্টিংস থানার অভিযোগ পত্র আদালতে পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশও দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর ৩ টের মধ্যে চিঠি পেশের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগপত্র দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী। তদন্তকারীদের বিরুদ্ধে কী অভিযোগ? জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি।
advertisement
আরও পড়ুন: ফের দিল্লি 'দরবার' এড়ালেন অনুব্রত-কন্যা! যা কারণ জানালেন, অস্বস্তিতে পড়ল ইডি-ও
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নালিশ জানিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। সম্প্রতি নিম্ন আদালতের বিচারকের কাছেও একই মর্মে অভিযোগ জানিয়েছেন কুন্তল ঘোষ। ইডির দাবি, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা।
আরও পড়ুন: বিশাল বড় খবর! পার্থর পর শাসক দলের নতুন নেতার এসএসসি দুর্নীতি যোগ, জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
যদিও ইডি-র আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ''এটা মারাত্মক প্রবণতা, তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এসব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।''
প্রসঙ্গত, বুধবার ইডি সিবিআইয়ের বিশেয আদালতের বিচারককে চিঠি দেন কুন্তল ঘোষ। চিঠিতে অভিযোগ করেন, তদন্তকারী সংস্থা তাঁকে চাপ দিচ্ছে মিথ্যা বয়ান দেওয়ার জন্য। ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, কাগজে জোর করে তাঁকে সই করিয়ে নেওয়া হচ্ছে। ওই কাগজে রয়েছে একাধিক প্রভাবশালীদের নাম। এমনকি তৃণমূলের এক সাংসদ ও মন্ত্রীরও নাম রয়েছে।