TRENDING:

Scam: শুধু বনি সেনগুপ্তই নন, কুন্তল-যোগে এবার ইডি নজরে টলিউডের বড়-বড় নাম? তুমুল চাঞ্চল্য শুরু

Last Updated:

Scam: শুধু টলি অভিনেতা বা অভিনেত্রীদের নিয়ে ইভেন্ট নয়, এই প্রোডাকশন হাউজ থেকে বানানো হয়েছে একাধিক শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইডির নজরে এবার কুন্তল ঘোষের প্রোডাকশন হাউজের মিউজিক ভিডিওর অভিনেত্রীরা। সেই কারণেই ইডির স্ক্যানারে টলিপাড়ার বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। ইডি সূত্রে খবর, প্রোডাকশন হাউজকে সামনে রেখে কালো টাকা সাদা করতেন কুন্তল। নবকথা ইনিসিয়েটিভ নামে প্রোডাকশন হাউজ রয়েছে তাঁর।
advertisement

শুধু টলি অভিনেতা বা অভিনেত্রীদের নিয়ে ইভেন্ট নয়, এই প্রোডাকশন হাউজ থেকে বানানো হয়েছে একাধিক শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও। সেখানে একাধিক বড় ভূমিকায় কাজ করেছেন নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা। যার ফলে যে সমস্ত অভিনেতা-অভিনেত্রী এখানে অভিনয় করেছিলেন বা ইভেন্ট করেছিলেন, কীভাবে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তারা, এই সমস্ত কিছুর বিষয়ে জানতে চায় ইডি।

advertisement

আরও পড়ুন: রাত পেরোলেও কোর্টের নির্দেশ মানা হয়নি? পুলিশ কমিশনারকে ফোন কৌস্তভ বাগচীর

নিয়োগ দুর্নীতির টাকাই যে খাটিয়েছিলেন কুন্তল এই প্রোডাকশন হাউজে, তা এক প্রকার নিশ্চিত তদন্তকারী আধিকারিকরা। এবং সেই প্রোডাকশন হাউজের একটি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে দেখা গিয়েছে বনি সেনগুপ্তর মা প্রিয়া সেনগুপ্তকেও।

আরও পড়ুন: বেহালার এক অফিসেই ঢাকা পড়ে সব রহস্য? নিয়োগ দুর্নীতিতে বড় খোঁজের নাম 'কালীঘাটের কাকু'

advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই প্রযোজনা সংস্থায় কুন্তল ঘোষ ছাড়াও টলিউডের এক পরিচিত মুখ যুক্ত রয়েছেন। গত কয়েক বছরে বাংলা এবং হিন্দি ভাষায় বেশ কয়েকটি মিউজিক ভিডিও, এমনকী ওয়েব সিরিজও প্রযোজনা করা হয়েছে সংস্থার তরফে। চাকরি দেওয়ার নামে টেট পরীক্ষার্থীদের থেকে নেওয়া টাকা ওই প্রযোজনা সংস্থায় খাটানো হয়েছে কি না, তা এখন খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা। সেই সূত্রেই দুবার অভিনেতা বনি সেনগুপ্তকেও তলব করেছিল ইডি। ফলে কুন্তল ঘোষকে ঘিরে এখন আলোড়ন পড়ে গিয়েছে টলিউডের অন্দরেও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: শুধু বনি সেনগুপ্তই নন, কুন্তল-যোগে এবার ইডি নজরে টলিউডের বড়-বড় নাম? তুমুল চাঞ্চল্য শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল