রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ই-ওয়েট মেশিন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের ২০ হাজার ৪০০ দোকানে চলে যাবে৷ আপাতত বারো হাজার দোকানে পাঠানো হয়ে গিয়েছে৷ এই মেশিন পুরোপুরি ভাবে ই-পস মেশিনের সাথে সংযুক্ত থাকবে৷ কোনও গ্রাহক যখন রেশন তুলতে যাবেন। তিনি যখন আঙুলের ছাপ দেবেন৷ তখন সেই ব্যক্তি কত রেশন পাবেন তা নির্ধারিত হয়ে যায়৷ এই সময় তাকে তার প্রাপ্যের চেয়ে কম ওজনের খাদ্যদ্রব্য দিলেই ই-পস মেশিন তা গ্রহণ করবে না৷
advertisement
আরও পড়ুন: নিউ টাউনে বাইক নিয়ে রোজ ঘুরে বেড়াতেন এক ব্যক্তি, ব্যাগে ছিল…! হাতেনাতে ধরল পুলিশ
ফলে ই-পস মেশিন থেকে স্লিপ বেরোবে না। এছাড়া গ্রাহকের কাছে রেশন যে তোলা হয়েছে তার কোনও এস এম এস যাবে না৷ এমনকি রাজ্যের খাদ্য দফতরের কন্ট্রোল রুমে নথিবদ্ধ হবে না যে ওই ব্যক্তি রেশন পেয়েছেন৷ ফলে মাসের শেষে রেশনের স্টক মেলাতে গেলেই বোঝা যাবে কোন ব্যক্তি রেশন নিয়েছেন৷ আর কতটা রেশন এখনও দোকানে রয়ে গিয়েছে৷ আর কম ওজন দিলে মেশিন তা ধরিয়ে দেবে৷
আরও পড়ুন: মমতার বিজয়া সম্মিলনী, বড় পরিকল্পনা সাজাচ্ছে তৃণমূল! ‘গোপনে’ কাজ চলছে নীচুতলায়
ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে একাধিক জায়গায় এর ব্যবহার শুরু করা হয়েছে৷ আগামীদিনে রাজ্যের সব জায়গায় এর ব্যবহার হবে।প্রসঙ্গত বাকিবুর কান্ডে রেশন ডিলারদের সংগঠনের একটা বড় অংশের অভিযোগ ছিল, গ্রাহকদের প্রাপ্ত খাদ্যদ্রব্যে ওজনের হেরফের করা হত। কম খাদ্যদ্রব্য কৌশলে দেওয়া হত৷ আর বাকি অংশ বাইরে পাচার করা হত৷ তবে নয়া প্রক্রিয়ায় তা আটকানো সম্ভব হবে বলেই মনে করছে খাদ্য দফতর।