TRENDING:

Scam in Ration Shop: ওজনেও দুর্নীতি, এবার রেশন দোকানে বসছে 'এই' যন্ত্র! ধরা পড়ে যাবে সব জোচ্চুরি

Last Updated:

Scam in Ration Shop: ওজনের কারচুপি রুখতে এই যন্ত্র কার্যকরী হবে বলে মনে করছে খাদ্য দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে নজরে ওজনের হেরফের। এবার রেশনে তাই ই-ওয়েট মেশিন। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের ২০ হাজার দোকানেই এই মেশিন বসবে। ই-পস যন্ত্রের সাথে যুক্ত থাকবে এই ই-ওয়েট মেশিন। গ্রাহকের প্রাপ্য ওজনের কম পণ্য দিলেই বেরোবে না স্লিপ। যাবে না রেশন দেওয়ার তথ্য।খাদ্য ভবনের কন্ট্রোল রুমেও রেশন দেওয়া হয়েছে তার তথ্য আপলোড হবে না। ওজনের কারচুপি রুখতে এই যন্ত্র কার্যকরী হবে বলে মনে করছে খাদ্য দফতর।
রেশন দোকানে বসছে এই যন্ত্র!
রেশন দোকানে বসছে এই যন্ত্র!
advertisement

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ই-ওয়েট মেশিন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের ২০ হাজার ৪০০ দোকানে চলে যাবে৷ আপাতত বারো হাজার দোকানে পাঠানো হয়ে গিয়েছে৷ এই মেশিন পুরোপুরি ভাবে ই-পস মেশিনের সাথে সংযুক্ত থাকবে৷ কোনও গ্রাহক যখন রেশন তুলতে যাবেন। তিনি যখন আঙুলের ছাপ দেবেন৷ তখন সেই ব্যক্তি কত রেশন পাবেন তা নির্ধারিত হয়ে যায়৷ এই সময় তাকে তার প্রাপ্যের চেয়ে কম ওজনের খাদ্যদ্রব্য দিলেই ই-পস মেশিন তা গ্রহণ করবে না৷

advertisement

আরও পড়ুন: নিউ টাউনে বাইক নিয়ে রোজ ঘুরে বেড়াতেন এক ব্যক্তি, ব্যাগে ছিল…! হাতেনাতে ধরল পুলিশ

ফলে ই-পস মেশিন থেকে স্লিপ বেরোবে না। এছাড়া গ্রাহকের কাছে রেশন যে তোলা হয়েছে তার কোনও এস এম এস যাবে না৷ এমনকি রাজ্যের খাদ্য দফতরের কন্ট্রোল রুমে নথিবদ্ধ হবে না যে ওই ব্যক্তি রেশন পেয়েছেন৷ ফলে মাসের শেষে রেশনের স্টক মেলাতে গেলেই বোঝা যাবে কোন ব্যক্তি রেশন নিয়েছেন৷ আর কতটা রেশন এখনও দোকানে রয়ে গিয়েছে৷ আর কম ওজন দিলে মেশিন তা ধরিয়ে দেবে৷

advertisement

আরও পড়ুন: মমতার বিজয়া সম্মিলনী, বড় পরিকল্পনা সাজাচ্ছে তৃণমূল! ‘গোপনে’ কাজ চলছে নীচুতলায়

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে একাধিক জায়গায় এর ব্যবহার শুরু করা হয়েছে৷ আগামীদিনে রাজ্যের সব জায়গায় এর ব্যবহার হবে।প্রসঙ্গত বাকিবুর কান্ডে রেশন ডিলারদের সংগঠনের একটা বড় অংশের অভিযোগ ছিল, গ্রাহকদের প্রাপ্ত খাদ্যদ্রব্যে ওজনের হেরফের করা হত। কম খাদ্যদ্রব্য কৌশলে দেওয়া হত৷ আর বাকি অংশ বাইরে পাচার করা হত৷ তবে নয়া প্রক্রিয়ায় তা আটকানো সম্ভব হবে বলেই মনে করছে খাদ্য দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam in Ration Shop: ওজনেও দুর্নীতি, এবার রেশন দোকানে বসছে 'এই' যন্ত্র! ধরা পড়ে যাবে সব জোচ্চুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল