TRENDING:

Scam: এসএসসি দুর্নীতি মামলায় প্রথম গোপন জবানবন্দি আদালতে! কে দিল? তুঙ্গে জল্পনা

Last Updated:

Scam: নিয়োগ দুর্নীতি তদন্তের ধীর গতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গোপন জবানবন্দি করাল সিবিআই। একাধিক বার আদালতে প্রশ্নের মুখে পড়ে এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআই একজনের গোপন জবানবন্দি করাল। সূত্রের খবর, নাইসা-র এক আধিকারিকের গোপন জবানবন্দি করানো হয়েছে আদালতে। বুধবার আদালতে ওই ব্যক্তির গোপন জবানবন্দি করানোর জন্য আবেদন করে সিবিআই। আদালত মঞ্জুর করলে নাইসা-র আধিকারিকের গোপন জবানবন্দি করানো হয়েছে আদালতে।
এসএসসি মামলায় নয়া মোড়
এসএসসি মামলায় নয়া মোড়
advertisement

নিয়োগ দুর্নীতি তদন্তের ধীর গতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। দিন কয়েক আগেই বিচারক স্পষ্টই বলেন, ”কোথায় ডেভেলপমেন্ট?” ক্ষোভের সুরেই তিনি জানিয়েছেন, তিন জনকে গ্রেফতারের পর শুধু আবেদন জমা পড়ছে। এই বিষয়ে যা প্রয়োজনীয়, তা করার কথাও জানিয়েছেন বিচারক। পাশাপাশি, হুঁশিয়ারির সুরে বলেছেন, ”আজ আমি কিছু বলব না, যা করার কলম দিয়ে করে দেব।”

advertisement

আরও পড়ুন: ২০ ঘণ্টা পর বিধায়ককে নিয়ে বাড়ি থেকে বেরোল ইডি! গন্তব্য কোথায়? তোলপাড় বাংলা

আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুনানি ছিল। সেখানেই বিচারক ফের তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস মণ্ডল, নীলাদ্রি সাহা, কুন্তল ঘোষে গ্রেফতারের পর শুধু আবেদন আর আবেদন জমা পড়ছে। তাঁর কথায়, ”আমার জায়গায় এসে দেখুন, কী চলছে? আমি কি এখানে আপনাদের রক্ষা করার জন্য বসে রয়েছি?” জবাবে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, তাঁরা অন্য মামলায় গ্রেফতার হয়ে রয়েছেন। তাতে সুর চড়িয়ে বিচারক বলেন, ”তিন জনকে গ্রেফতার করেই আপনার কাজ হয়ে গেল?”

advertisement

আরও পড়ুন: ‘তুমি এলে…’, অপেক্ষা শেষে অভিষেকের সঙ্গে দেখা, ১২৭ বছরের বৃদ্ধা যা করলেন, অবাক সকলে!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আইন অনুযায়ী, গ্রেফতারির ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা করতে হয়। তাপস, নীলাদ্রি, কুন্তলের মামলার চার্জশিট পেশ করতে আর মাত্র দিন কয়েক বাকি। বিচারক বলেন, ”এই ২১ দিনের মধ্যেই কিছু করে দেখান।” বিচারকের সেই হুঁশিয়ারির পর প্রথম গোপন জবানবন্দি করাল সিবিআই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: এসএসসি দুর্নীতি মামলায় প্রথম গোপন জবানবন্দি আদালতে! কে দিল? তুঙ্গে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল