এদিকে, ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য। ২০১৮-১৯ সালে অয়ন শীল তার নিজের সংস্থা ABS Infozon privet limited-এর মাধ্যমে রাজ্যের একাধিক পুরসভার ক্লারিক্যাল পদে নিয়োগ করেছিল। তার সংস্থা এই নিয়োগের বরাত পেয়েছিল বলে ইডিকে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: পুরী ভালোবাসেন যারা, তাদের জন্য বিরাট খবর! আর রইল না থাকার চিন্তা, বড় সিদ্ধান্ত মমতার
advertisement
হালিশহর, বরাহনগর সহ ৭০টি বেশি পুরসভার নিয়োগের কাজ করেছিল এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। থার্ড পার্টি হিসেবে তার সংস্থা নিয়োগের কাজ করেছিল। যদিও ইডি মনে করছে, এই নিয়োগেও সুপারিশ ও টাকার লেনদেন হয়েছে। শুধু পুরসভা নয়, দমকল বিভাগের নিয়োগের ক্ষেত্রেও বরাত পেয়েছিল অয়নের সংস্থা বলে দাবি ইডির। এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অয়ন ও তার স্ত্রী।
আরও পড়ুন: ব্রাজিলের সঙ্গে এবার খেলবে মোহনবাগান? মমতার 'ইচ্ছে'তে বিরাট জল্পনা শুরু বাংলায়
ইডি সূত্রে খবর, নিজের সল্টলেকের বাড়ির আশপাশের মানুষজনের সন্দেহ এড়াতে সল্টলেকে অয়নের নিয়োগ দুর্নীতির ডেরাকে, 'কম্পিউটারের অফিস' বলে চালাতেন অয়ন। সল্টলেকে অয়নের ডেরায় আনাগোনা ছিল মোটরবাইকে করে আসা বহু যুবকের ( চাকরি প্রাথীরা ও এজেন্ট ) দাবি ইডির। তাহলে কf টাকার লেনদেন ও অযোগ্য চাকরি প্রার্থীরা সুপারিশের জন্য আসত? অয়ন শীলের সল্টলেকে 'কম্পিউটারের অফিসের' আড়ালে চলত নিয়োগ দুর্নীতির ব্যবসা! ধৃত অয়নকে ইডির জেরায় এমনই চঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর।