TRENDING:

Scam Bengal: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

Scam Bengal: ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য। ২০১৮-১৯ সালে অয়ন শীল তার নিজের সংস্থা ABS Infozon privet limited-এর মাধ্যমে রাজ্যের একাধিক পুরসভার ক্লারিক্যাল পদে নিয়োগ করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অয়ন শীলের সল্টলেকের অফিসে যাতায়াত ছিল বেশি কিছু প্রভাবশালী নেতাদের। অয়নের সঙ্গে প্রায় ৬ জন প্রভাবশালীদের যোগাযোগ ছিল। মানিক, শান্তনু, পার্থ এরা নয়। এরা ছাড়াও বেশ কিছু প্রভাবশালী যাঁরা এখনও গ্রেফতার নন। তাদের সঙ্গে ওঠা বসা কী কারণে ছিল অয়নের? এখন এটাই জানতে চায় ইডি। প্রয়োজনে তাঁদেরকেও তলব করা হবে। কী কারণে অয়নের অফিসে আনাগোনা ছিল, করা হবে সেই প্রশ্নও।
advertisement

এদিকে, ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য। ২০১৮-১৯ সালে অয়ন শীল তার নিজের সংস্থা ABS Infozon privet limited-এর মাধ্যমে রাজ্যের একাধিক পুরসভার ক্লারিক্যাল পদে নিয়োগ করেছিল। তার সংস্থা এই নিয়োগের বরাত পেয়েছিল বলে ইডিকে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পুরী ভালোবাসেন যারা, তাদের জন্য বিরাট খবর! আর রইল না থাকার চিন্তা, বড় সিদ্ধান্ত মমতার

advertisement

হালিশহর, বরাহনগর সহ ৭০টি বেশি পুরসভার নিয়োগের কাজ করেছিল এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। থার্ড পার্টি হিসেবে তার সংস্থা নিয়োগের কাজ করেছিল। যদিও ইডি মনে করছে, এই নিয়োগেও সুপারিশ ও টাকার লেনদেন হয়েছে। শুধু পুরসভা নয়, দমকল বিভাগের নিয়োগের ক্ষেত্রেও বরাত পেয়েছিল অয়নের সংস্থা বলে দাবি ইডির। এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অয়ন ও তার স্ত্রী।

advertisement

আরও পড়ুন: ব্রাজিলের সঙ্গে এবার খেলবে মোহনবাগান? মমতার 'ইচ্ছে'তে বিরাট জল্পনা শুরু বাংলায়

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ইডি সূত্রে খবর, নিজের সল্টলেকের বাড়ির আশপাশের মানুষজনের সন্দেহ এড়াতে সল্টলেকে অয়নের নিয়োগ দুর্নীতির ডেরাকে, 'কম্পিউটারের অফিস' বলে চালাতেন অয়ন। সল্টলেকে অয়নের ডেরায় আনাগোনা ছিল মোটরবাইকে করে আসা বহু যুবকের ( চাকরি প্রাথীরা ও এজেন্ট ) দাবি ইডির। তাহলে কf টাকার লেনদেন ও অযোগ্য চাকরি প্রার্থীরা সুপারিশের জন্য আসত? অয়ন শীলের সল্টলেকে 'কম্পিউটারের অফিসের' আড়ালে চলত নিয়োগ দুর্নীতির ব্যবসা! ধৃত অয়নকে ইডির জেরায় এমনই চঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam Bengal: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল