নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের সূত্রে উঠে এসেছে শ্বেতা চক্রবর্তীর নাম। অর্পিতা মুখোপাধ্য়ায়, সোমা চক্রবর্তীর পর নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে আরেক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগের পাশাপাশি, উঠে এসেছে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ।
আরও পড়ুন: কী ইঞ্জেকশন দেওয়া হচ্ছে অনুব্রতকে! আইনজীবীদের গোপনে যা জানালেন কেষ্ট, তুমুল চাঞ্চল্য
advertisement
ইডি সূত্রের দাবি,নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে শ্বেতার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অয়নের অফিস থেকে উদ্ধার হয় শ্বেতার গাড়ির নথি। এই শ্বেতা চক্রবর্তী কামারহাটি পুরসভার PWD ডিপার্টমেন্টে সাব অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের চাকরি করেন।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মধ্যেই সারদা, রোজভ্যালি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! তোলপাড় বাংলা
দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটি বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সঙ্গে পরিচয় শ্বেতা চক্রবর্তীর। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সঙ্গে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং-এর ব্যবসা করেন। অয়ন শীলের প্রোমোটিংয়ের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী।
অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানেও পৌরসভাতে নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নামও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। আজ শ্বেতাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যগুলিই জানতে চায় ইডি।