TRENDING:

Sayantika Banerjee: জিতেও জটে সায়ন্তিকা, কবে হবে শপথ? রাজভবনে পাল্টা চিঠি বরাহনগরের তারকা বিধায়কের

Last Updated:

সায়ন্তিকার অভিযোগ, শপথ গ্রহণ না মেটায় বিধায়ক হিসেবে জন্য নিজের বিধানসভা এলাকায় পরিষেবা দিতে পারছেন না তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সদ্য নির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে বিধানসভা এবং রাজ ভবনের দ্বন্দ্ব অব্যাহত৷ এবার নতুন নির্বাচিত দুই বিধায়কের অন্যতম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভাতেই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করলেন৷ একই আর্জি জানিয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারও৷
বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

গত ৪ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ কিন্তু তার পরে দু সপ্তাহের বেশি কেটে গেলেও এখনও শপথ নিতে পারেননি দুই তৃণমূল বিধায়ক৷ সাধারণত, নতুন বিধায়কদের শপথগ্রহণ বিধানসভায় করাটাই রীতি৷ বিধানসভা সূত্রে খবর, এবার বিধানসভা অথবা পরিষদীয় দফতরের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণের চিঠি পাঠানো হয় নবনির্বাচিত দুই বিধায়ককে৷ সেই চিঠিতে জানানো হয়, আগামী ২৬ জুন দুই বিধায়য়ককে রাজ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সায়ন্তিকা আগেই এই চিঠি পেয়েছিলেন৷ এ দিন এই চিঠি পেয়েছে ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷

advertisement

আরও পড়ুন: দিঘা, পুরীর টিকিট কাটা? একটানা বাতিল অনেক ট্রেন, তারিখ জানিয়ে তালিকা দিল রেল

এ দিন বিধানসভায় আসেন নব নির্বাচিত দুই বিধায়কই৷ বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে সায়ন্তিকা জানান, ‘পরিষদীয় দফতরকে পাশ কাটিয়ে রাজ ভবনের পক্ষ থেকে রাজ ভবনের পক্ষ থেকে শপথের জন্য ডাকা হয়েছে৷ বিধানসভাতেই যাতে শপথ গ্রহণ হয়, তার জন্য রাজ্যপালকে চিঠি দিয়েছি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় সেলাই প্রতিযোগিতার আয়োজন, খুলবে মহিলাদের রোজগারের পথ
আরও দেখুন

সায়ন্তিকার অভিযোগ, শপথ গ্রহণ না মেটায় বিধায়ক হিসেবে জন্য নিজের বিধানসভা এলাকায় পরিষেবা দিতে পারছেন না তিনি৷ সায়ন্তিকার মতোই বিধানসভায় শপথ গ্রহণ করার পক্ষে ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷ শেষ পর্যন্ত শপথ জটিলতা কাটে কি না, সেটাই এখন দেখার৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sayantika Banerjee: জিতেও জটে সায়ন্তিকা, কবে হবে শপথ? রাজভবনে পাল্টা চিঠি বরাহনগরের তারকা বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল