কলকাতা: মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে আজকে বিধাননগর আদালতে তোলা হবে। অন্যদিকে, বিধাননগর পুলিশের পক্ষ থেকে আজকে স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে যেখানে যেখানে ভাঙচুর হয়েছে বা গন্ডগোল বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছে সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে।
বিধাননগর দক্ষিণ থানা এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ এই ফুটেজ সংগ্রহ করবে। ইতিমধ্যেই এই ফুটেজ সংগ্রহ করার জন্য যুবভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ এবং এ বিষয়ে অফিশিয়াল ইমেইলও করা হচ্ছে।
advertisement
কারা কারা উস্কানি দিয়েছিল? ভাঙচুর করেছিল সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করার পরেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে খবর। কলকাতায় মেসির আগমন আর তাকে ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় শনিবার। মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা যুবভারতী।
আর এই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত রিষড়ার বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শতদ্রু দত্তের বাড়ি রিষড়ার বাঙুর পার্ক এলাকায়। জানা গিয়েছে, শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়তেন, ছোট থেকেই ক্রিকেট খেলতেন। এক সময় প্রাইভেট ফার্মে চাকরি করতেন। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ। পরে সেই কাজে আরও বড় পদক্ষেপ।
বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়ারদের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করলেন। যে সব খেলোয়ারকে একবার চোখে দেখার জন্য আসমুদ্র হিমাচল পারি দিতে পারে তার ভক্তরা, সেই সব খেলোয়ারকে টার্গেট করে আনতে শুরু করলেন।
