TRENDING:

Satadru Dutta Arrest: সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরে কে উস্কানি দিল? বড় পদক্ষেপের পথে পুলিশ! খুঁজে দেখা হচ্ছে 'আসল' সূত্র

Last Updated:

Satadru Dutta Arrest: বিধাননগর দক্ষিণ থানা এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ এই ফুটেজ সংগ্রহ করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী অবস্থা স্টেডিয়ামের!
কী অবস্থা স্টেডিয়ামের!
advertisement

কলকাতা: মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে আজকে বিধাননগর আদালতে তোলা হবে। অন্যদিকে, বিধাননগর পুলিশের পক্ষ থেকে আজকে স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে যেখানে যেখানে ভাঙচুর হয়েছে বা গন্ডগোল বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছে সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে।

বিধাননগর দক্ষিণ থানা এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ এই ফুটেজ সংগ্রহ করবে। ইতিমধ্যেই এই ফুটেজ সংগ্রহ করার জন্য যুবভারতী কর্তৃপক্ষেরঙ্গে কথা বলেছে পুলিশ এবং এ বিষয়ে অফিশিয়াল ইমেইল করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘সব সমর্থক যাতে টিকিটের পুরো টাকা ফেরত পায় যত তাড়াতাড়ি সম্ভব’, আশ্বাস ডিজির! মেসি সফরের বিশৃঙ্খলায় বিধ্বস্ত যুবভারতী

কারা কারা উস্কানি দিয়েছিল? ভাঙচুর করেছিল সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করার পরেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে খবরকলকাতায় মেসির আগমন আর তাকে ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় শনিবার। মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা যুবভারতী।

advertisement

আর এই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত রিষড়ার বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শতদ্রু দত্তের বাড়ি রিষড়ার বাঙুর পার্ক এলাকায়। জানা গিয়েছে, শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়তেন, ছোট থেকেই ক্রিকেট খেলতেন। এক সময় প্রাইভেট ফার্মে চাকরি করতেন। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ। পরে সেই কাজে আরও বড় পদক্ষেপ।

advertisement

বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়ারদের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করলেন। যে সব খেলোয়ারকে একবার চোখে দেখার জন্য আসমুদ্র হিমাচল পারি দিতে পারে তার ভক্তরা, সেই সব খেলোয়ারকে টার্গেট করে আনতে শুরু করলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতার রাস্তায় ৩৪ হাতির বিশাল দল, নজিরবিহীন নজরদারিতে রাজ্য সড়ক পার! আমজনতার স্বস্তি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Satadru Dutta Arrest: সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরে কে উস্কানি দিল? বড় পদক্ষেপের পথে পুলিশ! খুঁজে দেখা হচ্ছে 'আসল' সূত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল