আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ী খুনে অধরা বিডিও, ১২ দিন কেটে গেলেও অধরা বিডিও! সিসিটিভি ফুটেজে চমক
কর্নাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরির মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি দাবি করেছেন, ‘ইংরেজদের খুশি করতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন জনগণমন’ । এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠে সাংবাদিক বৈঠক করেছিল তৃণমূল । কেন বাংলাকে অপছন্দ বিজেপির , কেন বাংলাকে বারবার অপমান করা হয় – এইসব প্রশ্ন তুলে শশীর ব্যাখ্যা, আসলে এই রাজ্য মিনি ভারতবর্ষ। সকল ধর্মের, ভাষার, জাতির মানুষ মিলে একসঙ্গে বসবাস করেন, সেটাই ওদের পছন্দ নয়। এই কারণেই বিজেপি বারংবার টার্গেট করে বাংলাকে। শশীর অভিযোগ, বাংলাকে কালিমালিপ্ত করতে সব সীমা লঙ্ঘন করছে বিজেপি।
advertisement
আরও পড়ুন: একাধিক সমস্যা! বঙ্কিমের মূর্তিতে মালা দিতে না পারার অভিযোগ শুভেন্দুর! পাল্টা জবাব TMC-র
তারাই আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। কিন্তু সেই ঘটনা নিয়ে কোনও অনুশোচনা নেই। তিনি আরও বলেন, জনগণমন-কে অপমান করা, রবীন্দ্রনাথকে অপমান করা দেশদ্রোহিতা কিনা সে প্রশ্ন থেকে যায়। কর্নাটকের ওই সাংসদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে বিজেপি কি তাঁকে সমর্থন করছে, যদি করে থাকে তাহলে কি এটা দেশদ্রোহিতা নয় – প্রশ্ন তুলেছেন শশী পাঁজা। বিজেপি সাংসদ দাবি করেছিলেন, ‘জনগণমন’ মূলত ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জকে স্বাগত জানিয়ে লেখা হয়েছিল। তাঁর মতে, ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল ‘বন্দে মাতরম’। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। কর্নাটকের শাসকদল কংগ্রেসও বিজেপির এই বক্তব্যের তীব্র নিন্দা করে।
