TRENDING:

RG Kar Case Verdict News: ফাঁসিই দেবে শিয়ালদহ আদালত? কেমন মানুষ দোষী সঞ্জয়, প্রতিবেশীদের যা দাবি, শুনে চমকে যাচ্ছে সকলে

Last Updated:

RG Kar Case Verdict Live News: আরজি কর হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আজ সাজা শোনাবেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসিও হতে পারে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ আরজি কর হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আজই সাজা শোনাবেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসিও হতে পারে তাঁর। ফাঁসি নাকি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন তিনি, তা জানতে সারা দেশের চোখ এখন সংবাদ মাধ্যমের দিকে। আদালতে উপস্থিত রয়েছেন সঞ্জয় রাইয়ের বাবা-মাও। তবে নিরুত্তাপ সঞ্জয়ের পাড়া। সঞ্জয় কেমন লোক, তা নিয়ে এলাকায় নানাজনের নানা মত। তবে বাবা-মা চান সর্বোচ্চ শাস্তি পাক তাঁদের ছেলে।
News18
News18
advertisement

সঞ্জয়ের বাড়ি শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে। বাড়ির দরজার সামনে লোহার গেট। থমথমে গোটা পাড়া বা এলাকা বলা ভাল। প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন, সঞ্জয়ের মায়ের মানসিক অবস্থা ঠিক নেই। সকালে কয়েকজন তাঁকে সমবেদনা জানাতে তিনি চিৎকার করে ভিতরে ঢুকে যান।

আরও পড়ুনঃ ঠিক কখন সাজা ঘোষণা…? শিয়ালদহ কোর্টে ঢুকল সঞ্জয়, অবশেষে ফাঁসি নাকি যাবজ্জীবন!

advertisement

কেমন ছিলেন সঞ্জয়? এক প্রতিবেশী জানান, “যতটা খারাপ ভাবা হচ্ছে, ততটাও নয়। আবার ভালও নয়।” অন্য এক ওই প্রতিবেশী জানান, যে সময়ে ঘটনা ঘটে, তখন কী মানসিক অবস্থায় সে ছিল, তা জানা নেই। তবে অনেক প্রতিবেশীই দাবি করেছেন, সঞ্জয়কে ফাঁসানো হয়েছে। তবে প্রতিবেশীদের প্রায় সকলেই একমত, খুন-ধর্ষণের ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে সম্ভবত।

advertisement

আরজি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরের দিনই সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার পর সিবিআই এই মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তের পর সিবিআই যে চার্জশিট আদালতে জমা দিয়েছে, তাতে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়। ঘটনার দিন হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছিল। শনিবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস এই মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে। আজই সাজা ঘোষণা করবে আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case Verdict News: ফাঁসিই দেবে শিয়ালদহ আদালত? কেমন মানুষ দোষী সঞ্জয়, প্রতিবেশীদের যা দাবি, শুনে চমকে যাচ্ছে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল