RG Kar Doctor Murder Case: ঠিক কখন সাজা ঘোষণা...? শিয়ালদহ কোর্টে ঢুকল সঞ্জয়, অবশেষে ফাঁসি নাকি যাবজ্জীবন!

Last Updated:

RG Kar Doctor Murder Case verdict Live News: সকাল থেকে কোর্ট চত্ত্বর আঁটোসাটে নিরাপত্তায় মোড়া।এজলাসে নো এন্ট্রি। পুলিশ গেটে। করিডর রেলিং দিয়ে আলাদা চ্যানেল কাঠগড়া পর্যন্ত। বিচারক অনুমতি দিলে এজলাসে সকলে প্রবেশ করতে পারবেন জানাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী।

সঞ্জয়ের ওই আইনজীবী তাঁর আবেদনে বলেন, "বিকল্প সাজা দিক আদালত মৃত্যুদন্ড ছাড়া- অন্য কোনও সাজা দেওয়া হোক।"
সঞ্জয়ের ওই আইনজীবী তাঁর আবেদনে বলেন, "বিকল্প সাজা দিক আদালত মৃত্যুদন্ড ছাড়া- অন্য কোনও সাজা দেওয়া হোক।"
কলকাতাঃ হাতে সময় একেবারে কম! বিচারক অনির্বাণ দাস রায় ঘোষণা করবেন বেলা সাড়ে বারো’টা নাগাদ। সকাল থেকে কোর্ট চত্ত্বর আঁটোসাটে নিরাপত্তায় মোড়া।এজলাসে নো এন্ট্রি। পুলিশ গেটে। করিডর রেলিং দিয়ে আলাদা চ্যানেল কাঠগড়া পর্যন্ত। বিচারক অনুমতি দিলে এজলাসে সকলে প্রবেশ করতে পারবেন জানাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী।
আজ সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদহ আদালতের আশেপাশের এলাকা। প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে। রয়েছেন দু’জন ডিসি পদমর্যাদা আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে ৫ জন, ইন্সপেক্টর ১৪ জন, এসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন ৩১ জন, এএসআই পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন ৩৯ জন, কনস্টেবল রয়েছে ২৯৯, এবং মহিলা পুলিশ ৮০ জন। সব মিলিয়ে প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়ন রয়েছে শিয়ালদহ কোর্ট-সহ আশেপাশে এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ দাঁড়িয়েছিল যাত্রীবোঝাই বাস, ঝড়ের গতিতে এসে ধাক্কা দিল দানব ট্রাক! চাপ চাপ রক্তে ভাসছে জাতীয় সড়ক, ভয়ঙ্কর দুর্ঘটনা
সঞ্জয়ের মা ছেলের সাজা ঘোষণার দিন সকালে বলেন, তিনি ছেলের ফাঁসি চান। তাঁর দাবি, সিবিআই প্রভাবিত হয়েছে। বড়ো মাথা রয়েছে। সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে অনেক। বাবাও বলেন, কোনও আসামি তো স্বীকার করে না সে দোষী। তবে ওর আমরা কঠোর শাস্তি চাই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Doctor Murder Case: ঠিক কখন সাজা ঘোষণা...? শিয়ালদহ কোর্টে ঢুকল সঞ্জয়, অবশেষে ফাঁসি নাকি যাবজ্জীবন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement