Accident: দাঁড়িয়েছিল যাত্রীবোঝাই বাস, ঝড়ের গতিতে এসে ধাক্কা দিল দানব ট্রাক! চাপ চাপ রক্তে ভাসছে জাতীয় সড়ক, ভয়ঙ্কর দুর্ঘটনা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Accident Death: নাকাশিপাড়ায় ১২ নম্বর জাতীয় সড়কে বাসের পিছনে ট্রাকের ধাক্কায় মৃত ১, আহত হয়েছেন আরও ৬ জন। দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পিছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক যাত্রীর। মৃতের নাম জহিরুল হক (৬২)।
সমীর রুদ্র, নাকাশিপাড়াঃ নাকাশিপাড়ায় ১২ নম্বর জাতীয় সড়কে বাসের পিছনে ট্রাকের ধাক্কায় মৃত ১, আহত হয়েছেন আরও ৬ জন। দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পিছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক যাত্রীর। মৃতের নাম জহিরুল হক (৬২)। ঘটনায় ট্রাকের ড্রাইভার-সহ আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। গভীর রাতে ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বেথুয়াডহরি টেস্ট ব্যাংকের সামনে ১২ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি ডায়মন্ড হারবারের একটি ধর্মীয় জলসা থেকে কোচবিহার যাচ্ছিল। বেথুয়াডহরিতে চাকার পাংচার সারানোর জন্য বাসটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই সময় পিছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে। ফলে বাসের ৬ জন যাত্রী গুরুতর জখম হন।
আরও পড়ুনঃ পাহাড়ের বুকে চূড়ান্ত অ্যাডভেঞ্চার! পর্বতারোহনের মজা নিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা থেকে
এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে এই ঘটনায় ট্রাকের চালক আহত অবস্থায় ট্রাকের ভিতরেই আটকে পরেন। নাকাশিপাড়া থানার পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 10:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: দাঁড়িয়েছিল যাত্রীবোঝাই বাস, ঝড়ের গতিতে এসে ধাক্কা দিল দানব ট্রাক! চাপ চাপ রক্তে ভাসছে জাতীয় সড়ক, ভয়ঙ্কর দুর্ঘটনা