সিবিআই সূত্রের খবর, অনুপ দত্তের বয়ানে একাধিক ধোঁয়াশা রয়েছে। তাই আজ পলিগ্রাফ টেস্ট হবে তাঁর। পলিগ্রাফ টেস্টের জন্য এসেছেন দুজন চিকিৎসক।
এককথায় ‘দোর্দণ্ডপ্রতাপ’ সন্দীপ ঘোষকে নিয়ে এখন যাবতীয় জল্পনা। ধর্ষণ-খুনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এবার আর্থিক কেলেঙ্কারিতেও স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। রবিবার ছিল ঘটনার ঘনঘটা। সকাল সকাল সিবিআই পৌঁছে যায় আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। কিন্তু দরজা খোলেননি সন্দীপ। রীতিমতো ঘণ্টা খানেক অপেক্ষার পরেই এন্ট্রি পায় সিবিআই। ১২ ঘণ্টা পর অবশ্য সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই।
advertisement
আরও পড়ুন: বনধ ঘিরে হিন্দমোটরে ভয়ঙ্কর আতঙ্ক! আতঙ্কে ট্রেনের দরজা-জানলা দিয়ে দিলেন মহিলারা! যা অভিযোগ, ভয়াবহ
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক ব্যক্তির পলিগ্রাফ পরীক্ষা করাতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে দু-দুবার সন্দীপের পলিগ্রাফ টেস্ট করায় সিবিআই। শনিবার সন্দীপ রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে, রবিবার সন্দীপ রাইয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার পর গত সোমবারও ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায়ের পলিগ্রাফ টেস্ট হয়৷ কিন্তু কবে এই ঘটনার বড় রহস্যভেদ হবে, সেই অপেক্ষাতেই অনেকে।