আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জন্য বরাদ্দ সরকারি গাড়ির চালকের কাছে ভোর বেলায় ফোন যায়। ভোর বেলায় গাড়ির চালককে ফোন করে ডেকেছিলেন স্বয়ং সন্দীপ ঘোষ। এমনই জেনেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ওই চালকের বয়ান রেকর্ড করেছে সিবিআই। যাচাই করা হয়েছে ওই গাড়ির গতিবিধি।
আরও পড়ুন: দুর্নীতির টাকা সন্দীপ ঘোষ কোথায় সরাতেন? পাঠাতেন কাকে? খোঁজ পেল ইডি! চাঞ্চল্যকর মোড়
advertisement
যদিও সন্দীপ ঘোষ সিবিআই জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, সকাল ১০টার পর ঘটনা সম্পর্কে তিনি জানেন। এখানেই অসঙ্গতি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। যা তদন্তে অন্য মোড় দিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
এদিকে, আরজি কর দুর্নীতিতেও টাকা অন্যত্র সরানোর হদিশ মিলেছে বলে সূত্রের খবর। একাধিক সংস্থা খুলে সরানো হয়েছে দুর্নীতির টাকা, এমনই দাবি ইডির তদন্তকারী অফিসারদের। প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ টি সংস্থার হদিশ মিলেছে বলে খবর। এই সমস্ত সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেই টাকা সরেছে অন্যত্র। তদন্তে এমনই ইঙ্গিত পেয়েছে ইডি।