মঙ্গলবার রাতে পিস হেভেনে শায়িত রাখা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) মরদেহ। আজ, বুধবার বেলা ১১টায় দেহ নিয়ে গীতশ্রীর দেহ বার করা হবে পিস হেভেন থেকে, এরপর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখা হবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পার্থিব দেহ (Sandhya Mukherjee Last Rite)।
আরও পড়ুন : একের পর এক নক্ষত্রপতন! বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
advertisement
সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) বরাবর নিজের দিদির চোখে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিয়মিত খোঁজ খবর নিয়েছেন অসুস্থ গায়িকার, সন্ধ্যা মুখোপাধ্যায়ের চলে যাওয়াটা ‘ব্যক্তিগত ক্ষতি’ হিসেবেই দেখেছেন মমতা বন্দ্যোপধ্যায়। ট্যুইটারে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, 'বাংলায় সুরের রানি সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee Last Rite) প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে আমাদের সংগীতের জগত, লাখ-লাখ অনুরাগীদের হৃদয়ে চিরন্তন শূন্যতা তৈরি হল। আমি (Mamata Banerjee) তাঁকে দিদি হিসেবে দেখতাম। তাঁর প্রয়াণে আমার বড়সড় ব্যক্তিগত ক্ষতি। সাহিত্য অ্যাকাডেমির হৃদয় ছিলেন তিনি। আমরা তাঁকে বঙ্গবিভূষণ (২০১১ সাল), সংগীত মহাসম্মানের (২০১২ সাল) মতো পুরস্কারে ভূষিত করেছিলাম।'
আরও পড়ুন : যুগের অবসান! প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
আরও পড়ুন : চিরদিনই... মাত্র ১১ বছরে প্রথম গানে সুর, গিনেস রেকর্ডে নাম! বাঙালির গর্ব বাপ্পি লাহিড়ি!
গায়িকার শেষকৃত্যে হাজির থাকতে তাঁর চারদিনের উত্তরবঙ্গ সফর কাঁটছাঁট করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। তাঁর বৃহস্পতিবার ফেরার কথা ছিল কলকাতায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতেই জানিয়েছেন, পূর্ণ মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে গীতশ্রীর।