TRENDING:

Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে আগুন, ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি

Last Updated:

পাল্টা বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠেছে শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ব্যাপক মারধর করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুুপম সাহা, সন্দেশখালি: দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে নতুন করে অশান্ত হয়ে উঠল সন্দেশখালি৷ এই মুহূর্তে রীতিমতো আগুন জ্বলছে সন্দেশখালিতে৷ এ দিন সন্দেশখালির জেলিয়াখালিতে তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে ফের আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ গ্রামবাসীরা৷ আগুন ধরিয়ে দেওয়া হয় শিবু হাজরার একটি বাগান বাড়িতেও৷
শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন গ্রামবাসীদের৷
শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন গ্রামবাসীদের৷
advertisement

পাল্টা বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠেছে শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ব্যাপক মারধর করা হয়৷

আরও পড়ুন: দেবকে বোঝাতে এবার আসরে অভিষেক, শনিবার বৈঠকের সম্ভাবনা

গত পরশুদিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি৷ পলাতক তৃণমূল শাহজাহান ঘনিষ্ঠ দুই নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় আদিবাসী সমাজ৷ ওই দিনই দুই তৃণমূল নেতার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা৷ কোনওক্রমে সেদিন তৃণমূলের কর্মী সমর্থদের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ ঠেকায় পুলিশ৷

advertisement

এর পর থেকেই সন্দেশখালির পরিস্থিতি থমথমে ছিল৷ এর পর এ দিন সকাল থেকে সন্দেশখালির জেলিয়াখালি দ্বীপেও শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়৷ ক্রমেই সেই বিক্ষোভ বড় আকার নেয়৷ ক্ষুব্ধ জনতা শিবু হাজরার বাগান বাড়ি এবং পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয়৷ দাউ দাউ করে জ্বলতে থাকে শিবু হাজরার বাড়ি এবং পোলট্রি ফার্ম৷ পরিস্থিতি কার্যত পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷

advertisement

এর পরই পাল্টা আসরে নামে শিবু হাজরার অনুগামীরা৷ পুলিশের সামনেই তারা মহিলা সহ বিক্ষোভাকীরদের মারধর করে বলে অভিযোগ৷ এমন কি, সংবাদমাধ্যমের কর্মীদেরও মাটিতে ফেলে মারা হয়৷ ভেঙে দেওয়া হয় ক্যামেরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সহ প্রতিবেদন- জিয়াউল আলম এবং অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে আগুন, ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল