TRENDING:

Sheikh Shahjahan: অন্ধকার নামলেই এখনও আতঙ্ক...শাহজাহান যেন ছিল ‘শোলে’র গব্বর! ভরা বাজারেই চলত মহিলাকে মারধর, বলছেন স্থানীয়রা

Last Updated:

আতঙ্কে কেউই ‘দুষ্কৃতী’দের নাম প্রকাশ করতে চাইছে না। বাজারের এক স্টেশনার্স দোকানদার জানালেন, ‘‘জিয়াউদ্দিনদের প্রচণ্ড উৎপাত ছিল এখানে। দোকানে এলে যেটা পছন্দ হবে, সেটাই ওদেরকে দিতে হত। তার দাম যাই হোক। কোনওদিন টাকা দিত না। যদি টাকা চাইতাম, বলত পরে। তার থেকে বেশি চাইলে মারধর, দোকান ভাঙচুর এইসব চলত।’’ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হিন্দি ‘শোলে’ সিনেমার কথা মনে আছে? শাহজাহানের ‘এলাকা’ সন্দেশখালি, রাজবাড়ি বাজার যেন মনে করিয়ে দেয় গব্বরের কথা। গব্বর সিংয়ের সঙ্গে যেরকম কালিয়া,সম্ভা ছিল। সন্দেশখালিতেও সেইরকম ছিল জিয়াউদ্দিন, গৌর, উত্তমরা। যদিও তারা এখন প্রত্যেকেই সিবিআইয়ের অধীনে। তবে এখনও সন্ধ্যা নামলে বাজারগুলো ফাঁকা হয়ে যায়। প্রত্যেকের আতঙ্ক, শাহজাহানরা জেল থেকে বেরলে? তারপর! তারপর কী তাণ্ডব চলবে এলাকায়?
advertisement

শনিবার সন্ধ্যা ছ’টার পর থেকেই দেখা গেল সন্দেশখালি রাজবাড়ি বাজার দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। বাজারে যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, ‘‘তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ভাল। কারণ, শাহজাহানের লোকজন এখনও বাজারে চরের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা সব লক্ষ্য রাখছে।’’ স্থানীয় বাসিন্দা উত্তম মান্না বললেন, ‘‘আমার বাড়ির দিঘির পাড়। এখান থেকে অনেকটা দূর। সাইকেলে করে বাড়ি যাই। হয়ত দাঁড় করিয়ে মারধর করবে। নয় বা মোটর সাইকেল দিয়ে ধাক্কা মেরে দেবে। কিছু বলার ক্ষমতা নেই আমাদের।’’

advertisement

আতঙ্কে কেউই ‘দুষ্কৃতী’দের নাম প্রকাশ করতে চাইছে না। বাজারের এক স্টেশনার্স দোকানদার জানালেন, ‘‘জিয়াউদ্দিনদের প্রচণ্ড উৎপাত ছিল এখানে। দোকানে এলে যেটা পছন্দ হবে, সেটাই ওদেরকে দিতে হত। তার দাম যাই হোক। কোনওদিন টাকা দিত না। যদি টাকা চাইতাম, বলত পরে। তার থেকে বেশি চাইলে মারধর, দোকান ভাঙচুর এইসব চলত।’’

আরও পড়ুন: ফের সন্দেশখালি জুড়ে তৎপর CBI… দু’টো দলে ভাগ হয়ে জায়গায় জায়গায় জিজ্ঞাসাবাদ! শাহজাহান তদন্তে একের পর এক তথ্য

advertisement

আরও অভিযোগ, শাহজাহানের শাগরেদদের হঠাৎ করে মনে হল, চিপসের প্যাকেট কিংবা বাদামের প্যাকেট প্রয়োজন। ওরা ওদের মন মতো করে দোকান থেকে নিয়ে চলে যেত। দোকানদারদের কথায়, ‘‘দুই এক প্যাকেট নয়, চেন শুদ্ধু যতগুলো প্যাকেট থাকে, সেরকম দুটো কিংবা তিনটে চেন নিয়ে চলে যেত। টাকার কথা বললেই কপালে জুটত মার।’’

আরও পড়ুন: আসছে কালবৈশাখী…আকাশ কালো করে নাগাড়ে গর্জন.. তুমুল ঝড়বৃষ্টি! ১৭ জেলায় জারি হলুদ সতর্কতা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তার ওপর জমি দখল, বাড়ি দখল, দোকান দখল তো ছিলই। এমনকি শাজাহানরা এসে, ভরা বাজারে মহিলাকে মারধর করতেও কোন দ্বিধাবোধ করেনি বলে জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশ সেক্ষেত্রে ছিল কার্যত নীরব দর্শক৷ শাহজাহান গ্রেফতার হতে কিছুটা স্বস্তি হয়েছে সাধারণ মানুষের। কিন্তু ওঁরা জেল থেকে আবার ফিরে এলে? অধিকাংশের মৃদু স্বরে দাবি, ‘‘যদি ফিরে আসে দেখবেন ,সত্যি  সত্যি শোলে সিনেমা কেমন হয় এখানে! আর পুলিশ ওদের ভয়ে পালিয়ে বেড়াবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sheikh Shahjahan: অন্ধকার নামলেই এখনও আতঙ্ক...শাহজাহান যেন ছিল ‘শোলে’র গব্বর! ভরা বাজারেই চলত মহিলাকে মারধর, বলছেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল