Sandeshkhali CBI: ফের সন্দেশখালি জুড়ে তৎপর CBI... দু’টো দলে ভাগ হয়ে জায়গায় জায়গায় জিজ্ঞাসাবাদ! শাহজাহান তদন্তে একের পর এক তথ্য

Last Updated:

পাশাপাশি, ইডির উপর হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। তাদের মধ্যে একজন হলো সঞ্জয় মণ্ডল। সেই গ্রেফতারি ও তার সম্পর্কে আরও বিশদে খোঁজ নিতে খতিয়ে দেখতে সরেজমিনে  নামে সিবিআই। সিবিআইয়েপ দু’টো দল ভাগ হয়ে কাজ করে। রামপুরে একটি টিম যায় সঞ্জয়ের বাড়িতে।

কলকাতা: এবার ইট ভাটায় সিবিআই! শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিনাখাঁর ইট ভাটার মালিক বাপ্পা মণ্ডলের ইট ভাটা ও অফিসে হানা দিল সিবিআই। মিনাখাঁ এলাকায় জিজ্ঞাসাবাদের নোটিস দিল তারা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর দল। ইট ভাটা মালিক বাপ্পা ঘটনার দিন কী দেখেছিল? শাহজাহানকে কত দিন ধরে চিনত? ইট ভাটা থেকে কত টাকা কমিশন যেত শাহজাহানের কাছে? সেই সবই বাপ্পার কাছ থেকে সিবিআই জানতে চাইতে পারে বলে সূত্রের খবর। যদিও জানা গিয়েছে, এদিন মিনাখাঁর অফিসে বাপ্পা মণ্ডল ছিলেন না।
বাপ্পা মণ্ডলের অনুপস্থিতিতে তাঁর এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পাশাপাশি, সিবিআইয়ের তিন অফিসার ইট ভাটাও ঘুরে দেখেন। অন্যদিকে, শাহজাহান ঘনিষ্ঠ ইট ভাটার মালিক কুতুবউদ্দিন সর্দারের ছোট আজগারের বাড়িতেও যায় সিবিআইয়ের টিম। শ্রমিক ঠিকাদার কুতুবউদ্দিন, যার অধীনে ইট ভাটায় অনেক ছেলে কাজ করে। এই ছেলেগুলোর মধ্যে একজন গত ৫ জানুয়ারি  ইডির উপর হামলার ঘটনায় যুক্ত ছিল বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে আইজুল শেখ নামে ওই যুবককে। সেই গ্রেফতার যথার্থ কি না, সেই বিষয়েই সিবিআই কুতুবদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড করে এদিন।
advertisement
আরও পড়ুন: আসছে কালবৈশাখী…আকাশ কালো করে নাগাড়ে গর্জন.. তুমুল ঝড়বৃষ্টি! ১৭ জেলায় জারি হলুদ সতর্কতা
পাশাপাশি, ইডির উপর হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। তাদের মধ্যে একজন হলো সঞ্জয় মণ্ডল। সেই গ্রেফতারি ও তার সম্পর্কে আরও বিশদে খোঁজ নিতে খতিয়ে দেখতে সরেজমিনে  নামে সিবিআই। সিবিআইয়েপ দু’টো দল ভাগ হয়ে কাজ করে। রামপুরে একটি টিম যায় সঞ্জয়ের বাড়িতে।
advertisement
advertisement
সব মিলে বলা যায়, সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ফের তৎপর সিবিআই। গ্রামে বিভিন্ন জনের বয়ান রেকর্ড করে ও ইটভাটা মালিকের বিষয়ে খোঁজ নেন সিবিআইয়ের আধিকারিকেরা। ইডির উপর হামলার ঘটনায় সিবিআইয়ের হাতে ধৃত শাহজাহানের ভাই আলমগীর, মাফুজার, সিরাজুলকে বসিরহাট আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন: বলুন তো শরীরের সবচেয়ে ‘নরম’ অঙ্গ কোনটা? আপনি যেটা ভাবছেন সেটাই কী…দেখুন তো ঠিকঠাক আন্দাজ করছেন কিনা
ইডির উপর হামলার ঘটনায় প্রত্যক্ষ যোগসাজস রয়েছে বলে দাবি সিবিআইয়ের। সিবিআই ধৃত আলমগীরসহ এই ৩ জনকে নিজেদের হেফাজতে নিয়ে শাহজাহান, জিয়াউদিন, দিলদার বক্সের সঙ্গে মুখোমুখি জেরা করবে সিবিআই। শাহজাহানের ভাই আলমগীর ও বাকি শাগরেদরা কার নির্দেশে জমায়েত করে হামলা করেছিল? কীভাবে কী দিয়ে হামলা করে? শাহজাহানের ভাই আলমগীর বিলাসবহুল দামি গাড়ি কোথা থেকে  কিনেছিল? কত টাকায় কিনেছিল? শাহজাহানের সঙ্গে আর্থিক লেনদেন কত টাকার হয়েছিল? এ সবই জানতে চায় সিবিআই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali CBI: ফের সন্দেশখালি জুড়ে তৎপর CBI... দু’টো দলে ভাগ হয়ে জায়গায় জায়গায় জিজ্ঞাসাবাদ! শাহজাহান তদন্তে একের পর এক তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement