এদিন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের সঙ্গে এলাকা পরিদর্শন করে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ স্পষ্ট বলেন, ‘‘সংবাদমাধ্যমকে নিজের ভূমিকা একটু দেখতে হবে৷ আমাদের সবাইকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷ কিছু লোক চায় না মানুষের সমস্যা সমাধান হোক, তাই আর্টিফিশিয়াল আগুন লাগানো হচ্ছে৷ এসব করে পুলিশকে ব্যস্ত রাখার চেষ্টা চলছে৷ এখানে আইনের শাসন ছিল না আমরা মানছি ,আপনারা কোথায় ছিলেন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব৷’’ এদিন রাজীব কুমারের সঙ্গেই ছিল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা৷
advertisement
রাজীব কুমার এলাকায় পৌঁছনোর পরেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেড়মজুরে৷ একটা সময়ে রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এলাকার মহিলাদের৷ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে হয় পথ অবরোধ৷ রাস্তার মাঝে শুয়ে পড়ে এলাকায় ঢুকতে বাধা দেন এলাকার বাসিন্দারা৷ সব মিলিয়ে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা৷
শুক্রবার শেখ শাহজাহান অনুগামী তৈয়েব খানের মাছের ভেড়ির আলা ঘরে আগুন ধরিয়ে দিল গ্রামের মানুষ। সন্দেশখালির কাছারি এলাকায় সকাল সকালই ঘটে এই ঘটনা। এলাকার মানুষের অভিযোগ, তৈয়েব খান শেখ শাহজাহানের হয়ে এলাকার মানুষের জমি দখল করে মাছের ভেড়ি করেছিল। কোনও রকম টাকা পয়সা দিত না, টাকা পয়সা চাইতে গেলে হুমকি দিত। তাই আজ এলাকার মানুষ একজোট হয়ে সেই মাছের ভেড়ির আলা ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে।
গ্রামবাসীর অভিযোগ, বিরোধী দল করে তাই আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দিয়েছে, বিধবা ভাতার তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দেওয়া হয়েছে, বার্ধক্য ভাতা করে দেওয়া হয়নি। আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল বা সরকারের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এতদিন অসহায় অবস্থায় ছিল কয়েকশো পরিবার।
সন্দেশখালি রয়েরমারির ঘোজাপাড়া এলাকার হরেন্দ্রনাথ সর্দার , করুণা মণ্ডল সর্দার, লক্ষ্মী সর্দার সহ এলাকার মানুষের অভিযোগ, এলাকার মানুষ বিরোধী দলকে সাপোর্ট করেন, তাই আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসার পরেও শেখ শাহজাহান সেই নাম কেটে দিয়েছিল। আমফানে বাড়ি ঘর ভেঙে পড়েছে , ত্রিপল দেয়নি এমনকি সরকারের যে ক্ষতিপূরণের কুড়ি হাজার টাকা সেটাও দেয়নি। বার্ধক্য ভাতার নাম আসার পরে সেই নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে৷ কেন নাম কাটা দেওয়া হয়েছিল সেই কথা জিজ্ঞাসা করতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।