শনিবারের গ্রেফতারির পরে প্রথমে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছিল শিবু হাজরাকে। তারপর থেকেই বন্ধ রাখা হয়েছিল বসিরহাট থানার গেট। সংবাদ মাধ্যমের কারওকেও ঢুকতে দেওয়া হয়নি সেখানে।
তারপরে রবিবার সকালে অবশ্য নিয়ম মেনেই বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ অভিযুক্ত নেতা আদালত চত্বরে পৌঁছনো মাত্রই ওঠে ‘চোর চোর’ শ্লোগান৷ তার আগেই অবশ্য কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালত চত্বর।
advertisement
শিবু হাজরার গ্রেফতারির পরে রীতিমতো উৎসবের মেজাজে মেতে ওঠেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ৷ একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায় সন্দেশখালির গ্রামের মহিলাদের। কেউ কেউ বলে ওঠেন, ‘‘এবার এলাকা শান্ত হবে৷ শুধুমাত্র শাহজাহান বাকি৷ শেখ শাহজাহান গ্রেফতার হলে আরও আনন্দ পাব৷’’
আরও পড়ুন: ‘কেষ্টকে কতদিন…,’ বীরভূমে দাঁড়িয়ে ফের মমতার মুখে অনুব্রতর নাম! তুললেন আরাবুল প্রসঙ্গও…
এমনকি, গ্রামের মানুষের মধ্যে বিলি হওয়া গরম গরম জিলিপিতে কামড় বসিয়ে এক মহিলা তো রীতিমতো ঘোষণা করেন, ‘‘খুব আনন্দ পেয়েছি, আরও আনন্দ পাব, যেদিন শেখ শাহজাহান গ্রেফতার হবে। সেদিন গ্রামে গ্রামে পিকনিক হবে।’’
অনুপম সাহা