বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি ছিল এই মামলার। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে, হাইকোর্ট চলা মামলায় কোনও বাধা নয়। এমনটাই জানাল শীর্ষ আদালত।
আরও পড়ুন: মে মাসের শুরুতেই মোদি-মমতার জোড়া সভা! তৃতীয় দফার আগে উত্তাপ বাড়ছে বর্ধমানে
সন্দেশখালি কাণ্ডে সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল এনএসজি তল্লাশিতে। সিবিআই-এর তদন্তের ভিত্তিতেই সেই তল্লাশি অভিযানে নামে এনএসজি। এরপরই এই তল্লাশি অভিযান নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও যায় রাজ্য সরকার।
advertisement
তবে সুপ্রিম কোর্টে গিয়েও লোকসভা ভোটের মাঝে কোনও রকম স্বস্তি পেল না তৃণমূল। এই মামলায় রাজ্যের দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফের জুলাইতে হবে এই মামলার শুনানি। তবে এই সময়কালে সিবিআই-এর তদন্তপ্রক্রিয়া ব্যাহত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। এই আবহে ভোটের সময় সন্দেশখালি তদন্ত সিবিআই-এর কাছেই থাকছে। ভোটের ফল প্রকাশের প্রায় ১ মাস পরে এই মামলার শুনানি হবে ফের।