TRENDING:

বিদেশ ঘুরে এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ডি মেজর’

Last Updated:

এবছরের চলচ্চিত্র উৎসবে শমীক হলেন একমাত্র ভারতীয় পরিচালক ৷ যাঁর ফিচার (Bengali Panorama) এবং শর্ট -দুই বিভাগেই ছবি বাছাই হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জিরো বাজেটের ছবি শুনতে ‘শূন্য’ লাগলেও কোনও ছবিই যে বিনা খরচে তৈরি করা সম্ভব নয়, তা ফিল্মের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সেটা ভালমতোই জানেন ৷ বিশেষ করে যে ফিল্মগুলি শুধুমাত্র ফেস্টিভ্যালের উদ্দেশ্যেই তৈরি হয়, সেগুলি তৈরিতে অনেক নতুন পরিচালকরাই নিজের প্রায় সর্বস্ব দিয়ে থাকেন ৷ তবে এত কিছুর পরও আসল উদ্দেশ্য তো একটাই, ফিল্মটা ভালভাবে তৈরি করা ৷ এবং সেই ছবি দর্শকদের ভাল লাগানো ৷ কারণ সিনেমায় দর্শকরাই যে শেষ কথা ৷ ২২তম কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার এমন এক বাঙালি পরিচালকের দু’টো ছবি প্রদর্শিত হয়েছে ৷ যার সিনেমা তৈরির গল্পও অনেকটা এ রকমই ৷ নিজের ‘নো বাজেট’ ছবি তৈরিতে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে গাড়ি সবই বেচে দিয়েছিলেন পরিচালক শমীক রায় চৌধুরি !
advertisement

এবছরের চলচ্চিত্র উৎসবে শমীক হলেন একমাত্র ভারতীয় পরিচালক ৷ যাঁর ফিচার (Bengali Panorama) এবং শর্ট -দুই বিভাগেই ছবি বাছাই হয়েছে ৷ যে কোনও পরিচালকের কাছেই তা অত্যন্ত গর্বের বিষয় ৷ একজন ইন্ডেপেন্ডেন্ট ফিল্ম-মেকার হিসেবে শমীকের কাছে এটা যথেষ্ট বড় পাওনা ৷ একটা ছোট শহরের মেয়ের বড় শহরে এসে পড়াশোনার পাশাপাশি গিটার শিখতে গিয়ে ভুল পথে চালনা হওয়ার কাহিনী নিয়েই ছবি ‘ডি মেজর’ ৷

advertisement

কলেজ বা স্কুল জীবন থেকেই গিটার শেখার বা ব্যান্ডের লিড ভোকালিস্ট হওয়ার ইচ্ছে অনেক ছাত্র-ছাত্রীদের মধ্যেই থাকে ৷ কারণ গলায় সুর থাকুক বা না থাকুক ৷ মাইক হাতে স্টেজে ওঠার ইচ্ছেটা অনেকের মদ্যেই থাকে ৷ এর পাশাপাশি যদি একটু আধটু গিটার জানা থাকে, তাহলে তো আপনাকে কলেজের ‘কুলেস্ট’ বয় বা গার্ল হওয়ার থেকে কারোর আটকানোরই সাধ্যি নেই ৷ পশ্চিম মেদিনীপুরের ছোট শহর ঝাড়গ্রামের মেয়ে দিয়া বাংলা ভাষায় ব্যাচেলার্স ডিগ্রির জন্য ভর্তি হয়েছিল কলকাতার একটি কলেজে ৷ গিটার শেখার ইচ্ছেটা তার ভিতর ভিতর অনেক আগের থেকেই ছিল ৷ কলকাতায় পা দিয়েই সেই শখ পূরণের সুযোগও এসে যায় দিয়ার সামনে ৷ কলেজের দুই বন্ধু সুচী ও মানিকের মাধ্যমে দিয়ার এক গিটারের শিক্ষকও জুটে যায় ৷ কিন্তু সেই শিক্ষকই প্রথম তাকে ভুল পথে চালনা করেন ৷ ড্রাগ ছাড়া মিউজিক অসম্ভব ৷ এই বিষয়টাই দিয়ার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় ৷ এরপর থেকে মেয়েটির জীবন বিপথে চালিত হতে থাকে ৷ এই অবস্থা থেকে শেষপর্যন্ত দিয়ার জীবনে কী ঘটে ? তা জানতে ছবিটা অবশ্যই দেখতে হবে আপনাকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা
আরও দেখুন

অনেক কাঠখোড় পুড়িয়েই এই ছবি তৈরি করেছেন পরিচালক শমীক রায়চৌধুরি ৷ নিজের গাড়ি বিক্রির পরেও টাকা একসময় কম পড়ে তাঁর৷ তখনও ছবির কালার সংশোধন এবং ফাইনাল পোস্ট প্রডাকশনের কাজ বাকি ৷ এই অবস্থায় শমীককে সাহায্য করতে এগিয়ে আসেন সহ-প্রযোজক শিবাঙ্গি চৌধুরি ৷ ছবির থিম যেহেতু মিউজিক ৷ তাই ছবির প্রতিটি গানই ছবির অন্যতম ইউএসপি ৷ ভিএফএক্স আর্টিস্ট থেকে ধীরে ধীরে ফিল্ম পরিচালনায় হাতে খড়ি শমীকের ৷ হলিউডের অন্তত ১০টি ছবিতে ভিএফএক্স টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই বাঙালি তরুণ পরিচালকের ‘ডি মেজর’ ছাড়াও স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ইয়েস্টরডে’-ও এবারের চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিতে সফল ৷ এবছর বস্টনের ক্যালাইডোস্কোপ এবং স্যান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত ফগ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও এর আগে প্রদর্শিত হয়েছিল ডি মেজর ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিদেশ ঘুরে এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ডি মেজর’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল