বক্তব্যের শুরুতেই জয় বাংলা ধ্বনিতে জনগণকে উজ্জীবিত করেন সায়নী। তারপরেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কটাক্ষ করেন বিজেপিকে। বললেন, ‘আজ ২০২৩-এর ২১-এ জুলাই দেশ বাঁচানোর লড়াই। যাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই তাঁরা ভক্ষক। যাঁরা মুখে বলে অখণ্ড ভারত কিন্তু অন্যদিকে বাংলাকে ভাঙার চক্রান্ত করছে।’
আরও পড়ুন: আচমকাই সিবিআইয়ের দুর্নীতি দমন ব্রাঞ্চের প্রধানের বদলি, কলকাতায় দায়িত্বে কোন অফিসার?
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছেন। তাঁকে ইতিমধ্যেই একবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দ্বিতীয় তলবে তিনি অবশ্য সাড়া দেননি। পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত বলে সেই তলব এড়িয়েছিলেন সায়নী। এখন ভোট মিটেছে, তৃণমূল বিপুল ভাবে জিতেছে। তারপরেই এল ২১ জুলাই।
আরও পড়ুন: মাথার পরে মাথা, তারপরেও মাথা! মমতার টানে জনসমুদ্র একুশের ধর্মতলায়…
ইডি তলবের অস্বস্তির মাঝেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বৃহস্পতিবার দেখা গিয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরও দলের শীর্ষ নেতৃত্বের এত কাছে থাকা সায়নীকে নিয়ে আরও বেশি চর্চা হয়েছে নানা মহলে। একুশের মঞ্চেও ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই যুবনেত্রীকে দেখা গেল স্বমেজাজে ভাষণরত। এবং দলও যে সায়নীর পাশে রয়েছে সে বার্তাও পৌঁছে গেল রাজ্য-রাজনীতির কাছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়