TRENDING:

Saayoni Ghosh 21 July TMC Shahid Diwas: ইডি-র ডাক গুরুত্বহীন, একুশের মঞ্চে এক সিদ্ধান্তে স্পষ্ট, সায়নীর পাশেই মমতা-অভিষেক

Last Updated:

Saayoni Ghosh 21 July TMC Shahid Diwas: শুক্রবার একুশের মঞ্চেও স্বমহিমায় দেখা গেল অভিনেত্রী-যুবনেত্রী সায়নী ঘোষকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চে যুবনেত্রী সায়নী ঘোষকে কি দেখা যাবে? শহিদ দিবস যতই কাছে আসছিল, ততই জোরালো হচ্ছিল এই প্রশ্ন। তবে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সভাস্থলের প্রস্তুতি ঘুরে দেখার পরই প্রশ্নের জবাব মিলেছিল। শুক্রবার ফের মঞ্চেও স্বমহিমায় দেখা গেল অভিনেত্রী-যুবনেত্রী সায়নী ঘোষকে।
একুশের মঞ্চে সায়নী ঘোষ
একুশের মঞ্চে সায়নী ঘোষ
advertisement

বক্তব্যের শুরুতেই জয় বাংলা ধ্বনিতে জনগণকে উজ্জীবিত করেন সায়নী। তারপরেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কটাক্ষ করেন বিজেপিকে। বললেন, ‘আজ ২০২৩-এর ২১-এ জুলাই দেশ বাঁচানোর লড়াই। যাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই তাঁরা ভক্ষক। যাঁরা মুখে বলে অখণ্ড ভারত কিন্তু অন্যদিকে বাংলাকে ভাঙার চক্রান্ত করছে।’

আরও পড়ুন: আচমকাই সিবিআইয়ের দুর্নীতি দমন ব্রাঞ্চের প্রধানের বদলি, কলকাতায় দায়িত্বে কোন অফিসার?

advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র‍্যাডারে রয়েছেন। তাঁকে ইতিমধ্যেই একবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দ্বিতীয় তলবে তিনি অবশ্য সাড়া দেননি। পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত বলে সেই তলব এড়িয়েছিলেন সায়নী। এখন ভোট মিটেছে, তৃণমূল বিপুল ভাবে জিতেছে। তারপরেই এল ২১ জুলাই।

আরও পড়ুন: মাথার পরে মাথা, তারপরেও মাথা! মমতার টানে জনসমুদ্র একুশের ধর্মতলায়…

advertisement

ইডি তলবের অস্বস্তির মাঝেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বৃহস্পতিবার দেখা গিয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরও দলের শীর্ষ নেতৃত্বের এত কাছে থাকা সায়নীকে নিয়ে আরও বেশি চর্চা হয়েছে নানা মহলে। একুশের মঞ্চেও ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই যুবনেত্রীকে দেখা গেল স্বমেজাজে ভাষণরত। এবং দলও যে সায়নীর পাশে রয়েছে সে বার্তাও পৌঁছে গেল রাজ্য-রাজনীতির কাছে।

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh 21 July TMC Shahid Diwas: ইডি-র ডাক গুরুত্বহীন, একুশের মঞ্চে এক সিদ্ধান্তে স্পষ্ট, সায়নীর পাশেই মমতা-অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল