সচরাসচর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল বা অভিষেকের কোনও রাজনৈতিক কর্মসূচিতেই দেখা যায় না। কিন্তু এ দিন কার্যত তৃণমূল নেতাদেরই চমকে দিয়ে রাত সাড়ে ৯টা নাগাদ রাজ ভবনের সামনে হাজির হন অভিষেক জায়া। অরূপ বিশ্বাস সহ তৃণমূলের বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গেও কথাও বলতে দেখা যায় তাঁকে। যদিও মঞ্চের নীচেই ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেক তখন মঞ্চে বসে।
advertisement
আরও পড়ুন: ‘রাজ্যপাল দেখা না করা পর্যন্ত সারারাত এখানেই বসে থাকব,’ হুঁশিয়ারি অভিষেকের
রুজিরা বন্দ্যোপাধ্যায় হঠাৎ রাজ ভবনের ধরনা মঞ্চের সামনে হাজির হওয়ায় সেখানে উপস্থিত তৃণমূলের নেতা, কর্মীদের মধ্যেও যথেষ্ট শোরগোল পড়ে যায়৷ কারণ অভিষেকের কোনও কর্মসূচি তো বটেই, একুশের জুলাইয়ের মতো অনুষ্ঠানেও কোনও দিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি৷ তবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের সূত্রে বার বারই চর্চায় উঠে এসেছে অভিষেক জায়ার নাম৷ একাধিক বার তাঁকে ডেকে জেরা করেছে ইডি৷
এ দিনও তাঁর পরিবারকে কেন্দ্রয় তদন্তকারী সংস্থা হেনস্থা করছে বলে রাজ ভবনের সামনের মঞ্চ থেকে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বক্তব্য রাখতে গিয়ে একই অভিযোগ তুলেছেন তৃণমূলের অন্যান্য নেতারাও৷