Abhishek Banerjee: 'রাজ্যপাল দেখা না করা পর্যন্ত সারারাত এখানেই বসে থাকব,' হুঁশিয়ারি অভিষেকের
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Abhishek Banerjee: রাজভবনের সামনে অবস্থানে বসে রাজ্যপাল সিভি আনন্দের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রাজভবনের সামনে অবস্থানে বসে রাজ্যপাল সিভি আনন্দের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “মানুষের কাছে ক্ষমা চাইছি এই কর্মসূচির কারণে অসুবিধা হচ্ছে মানুষের। দিল্লি থেকে ঘোষণা করেছিলাম এই কর্মসূচির। রবীন্দ্রসদন থেকে রাজভবন এসে প্রতিনিধি দল দেখা করব বলেছিলাম। যখন আমি ঘোষণা করেছিলাম তখন উনি কেরালা ছিলেন। আমরা ঘোষণার পরে জানালেন উনি যে দিল্লি যাচ্ছেন। ভেবেছিলাম উনি দেখা করার সুযোগ দেবেন। আমরা ই-মেইল পাঠালাম ওনাকে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “উনি সকালে জানালেন শিলিগুড়ি আসুন। চার-পাঁচ দিন উনি থাকলে আমরা শিলিগুড়ি যেতাম। সেখানে দেখা করতাম। বলা হয় সার্কিট হাউজে আছেন। সকাল ১০’!টায় বলছেন ৩ ঘন্টার মধ্যে আসুন। আমরা এই জমিদারির বিরুদ্ধে। আমরা কারও কেনা শ্রমিক নই। আমাদের প্রতিনিধি দল ১৫ মিনিটে রাজভবনে যাবেন। আমরা সৌজন্যতা বারবার দেখিয়েছি। আমাদের ওনেক ধমকানো চমকানো হয়েছে।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “গত ৩ তারিখ যে ভাবে আক্রমণ করেছে তাতে মধ্যযুগীয় বর্বরতা লজ্জা পাবে। এর জবাব গনতান্ত্রিক ভাবে মানুষ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পথ অবলম্বন করে তৃণমূল রাস্তায় নেমেছে। গায়ের জোরে টাকা আটকে রেখেছে বিজেপি। ২০ লক্ষ মানুষের পারিশ্রমিক আটকে রেখেছেন? কোন আইনে, কোন ধারায় আটকে রেখেছেন? এই দুটো প্রশ্ন আছে আমাদের। রাজ্যপালকে অনুরোধ করব প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এর উত্তর জানতে। এর আগে গিরিরাজ সিং পালিয়ে গেলেন। সাধ্বী নিরঞ্জন জ্যোতি পেছনের দরজা দিয়ে চলে গেলেন।”
advertisement
অভিষেক বলেন, “ইডি নোটিশ দিয়েছে আমাকে আর আমার পরিবারকে। আপনারা বিজেপির নেতারা পালাচ্ছেন কেন? কিন্তু রাজ্যপাল দেখা না করা অবধি আমি এখানেই বসে থাকব। এই মঞ্চে রাত কাটাব। বিজেপি প্রতিনিধি দলকে সময় দিতে পারেন। আর আমাদের দিতে পারেন না? শান্তিপূর্ণ ভাবে আমাদের ধরনা চলবে। আজ রাত ৯’টা অবধি চলবে। কাল আবার সকাল ১১টা থেকে চলবে। আগামীদিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2023 7:59 PM IST










