কলকাতার শহিদ মিনার ময়দানে এদিন আয়োজিত হয়েছিল অনুষ্ঠান৷ আর সেই অনুষ্ঠানে সংঘের নিজস্ব পোষাকে দেখা গেল বিজেপি নেতৃত্বকে৷ ছিলেন দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরা৷ সাদা জামা ও খাকি রঙা প্যান্টে সকলকেই একসঙ্গে শপথ নিতেও দেখা গেল৷ তাঁরা শ্রোতাদের অগ্রভাগে বসে শুনলেন সংঘের নেতাদের বক্তব্য, শুনলেন মোহন ভগবতের বক্তব্যও৷
advertisement
আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত
বক্তব্যে নেতাজির স্বপ্নপূরণকেই আরএসএস-এর লক্ষ্য বলে দাবি করলেন সংঘ প্রধান মোহন ভাগবত। আরএসএসের প্রার্থনা সভার পাশাপাশি শহিদ মিনার মঞ্চে যখন বক্তব্য রাখছেন মোহন ভাগবত তখন দর্শক আসনে অন্যান্য সঙ্ঘ পরিবারের সদস্যদের সঙ্গে শ্রোতা হিসেবে দেখা গেল দিলীপ, সুকান্ত, শুভেন্দুদেরও।
ভাগবত আরও বলেন, ‘সময়ে ভাগ্যচক্র ঠিক চললে নেতাজি ভারতে ঢুকে আগে চলে আসতেন। মনে রাখা কর্তব্য, সব গুণ থাকা দরকার। ওঁর যেটা স্বপ্ন, সেটাও পূরন করতে হবে। যে রাস্তা আছে, সেটা পার করার জন্য নিজের গুণের প্রয়োজন, গন্তব্য পর্যন্ত যাওয়ার জন্য গুণ আছে কিনা গুরুত্বপূর্ণ। নেতাজির গন্তব্য যা, তাই আমাদের গন্তব্য, আমরা সংঘের পক্ষ থেকে ওই কাজটাই করি। দুনিয়ায় স্বতন্ত্র দিয়ে শান্তি আনার গন্তব্য এটাই। আজকের অবস্থায় সবাই ভারতের দিকে তাকিয়ে। হিন্দু তৈরি করি এই জন্য।’