প্রসঙ্গত গত মাসে আরও একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল গড়িয়াহাটের একটি বুটিকে। দোকানের মালিক অভিযোগ করেন, দোকান থেকে ২০ লক্ষ টাকা চুরি হয়েছে। পুলিশের তদন্তে জানা যায়, ডাকাতি ঘটিয়েছে এমন কোনও ব্যক্তি, যিনি দোকানের খুঁটিনাটি জানতেন। ডাকাতেরা দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে এয়ার-কন্ডিশনার ইউনিট খুলে টাকা নিয়ে যায়।
advertisement
তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে উঠে আসে রাহুল শীলের নাম, যিনি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের বাসিন্দা।রাহুল প্রায় এক মাস ধরে আত্মগোপনে ছিল এবং তার ফোন বন্ধ ছিল। ১৮ মে ভোররাত দেড়টা নাগাদ পুলিশ তাকে গ্রেফতার করে। আলিপুর আদালতে হাজির করা হয় এবং ২৭ মে পর্যন্ত পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয়। অন্য জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।