হাইকোর্টের নির্দেশ মেনে আজ, সোমবার শিয়ালদহ কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা মা ও তাঁদের আইনিজীবী৷ আদালতের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা ঘটনাস্থল দেখতে চান। অনুমতি দেওয়া হোক৷ আবেদন গ্রহণ করেছে আদালত, আগামী সোমবার এই আবেদনের ওপর শুনানি হবে শিয়ালদা আদালতে৷
advertisement
নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা হাই কোর্টে আবেদন করে জানিয়েছিলেন, তাঁদের আরজি কর হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তাঁদের মেয়ের উপর যে নির্যাতন হয়েছে, তার প্রেক্ষিতে এক বার ঘটনাস্থলটি সরেজমিনে দেখতে চান বলে জানান তাঁরা। নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ় এডুলজি জানান, যেহেতু আরজি কর হাসপাতালের পাহারার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাই তাঁরা আদালতের কাছে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চাইছেন।
আরও পড়ুন: পুলিশের হাতে এবার জাইবের CCTV ফুটেজ! ঘটনার মাঝেই কলেজের বাইরে…মিলিয়ে দেখা হচ্ছে সব
গত অগস্টে আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। ওই ঘটনায় গ্রেফতার হন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত।