TRENDING:

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক...তারপর

Last Updated:

কিন্তু, নারী নিরাপত্তার দাবিতে করা সেই ধরনা মঞ্চেও ঘটলা অনভিপ্রেত ঘটনা৷ ধর্মতলায় ‘আমরা তিলোত্তমার’ ধরনা মঞ্চে এক ব্যক্তি মত্ত অবস্থায় ঢুকে পড়েন। আন্দোলনরত দু’জন মহিলা ছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ চেয়ে রবিবার আরও এক প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা৷ ‘আমরা তিলোত্তমা’র নামে একটি মঞ্চ এই মিছিলের ডাক দিয়েছিল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী
advertisement

এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১টি দাবি জানানো হয় বিক্ষোভকারীদের তরফে। কলেজ স্ক‍োয়ার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। ছিলেন চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রীরা। মিছিল শেষে রাতভর রাস্তায় বসে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে৷

advertisement

আরও পড়ুন: রাস্তায় সোহিনী, স্বস্তিকারা! ভোর ৪ টে পর্যন্ত চলবে ধরণা, ‘চার তারিখ রাত ৯ টা থেকে’…ধর্মতলা থেকে বড় ঘোষণা

কিন্তু, নারী নিরাপত্তার দাবিতে করা সেই ধরনা মঞ্চেও ঘটলা অনভিপ্রেত ঘটনা৷ ধর্মতলায় ‘আমরা তিলোত্তমার’ ধরনা মঞ্চে এক ব্যক্তি মত্ত অবস্থায় ঢুকে পড়েন। আন্দোলনরত দু’জন মহিলা ছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও

‘আমরা তিলোত্তমার’ সদস্যরা এবং পুলিশ তাঁকে ধরে ফেলেন। সাধারণ মানুষ গণপিটুনি দেওয়ার আগেই পুলিশ আটক করে সেই ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায়। যে মহিলা অভিযোগ করেছেন তিনিও থানায় যান FIR করার জন্য।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সভা থেকে জানান হল ৫ তারিখের রায়ের জন্য তারা অপেক্ষা করছেন। তার আগে চার সেপ্টেম্বর প্রত্যেকের নিজের বাড়িতে আলো নিভিয়ে রাত ন’টা থেকে দশটা পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানোর জন্য সকলকে আহবান জানাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক...তারপর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল