RG Kar Protest: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও

Last Updated:

RG Kar Protest: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে ফের পথে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। রবিবার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মহামিছিল। চলবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে স্বস্তিকা মুখোপাধ‍্যায়, অপর্ণা সেন, উষসী চক্রবর্তীর মতো একাধিক টলিসেলেব যোগদান করেছেন।

কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও
কলকাতা: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে ফের পথে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। রবিবার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মহামিছিল। চলবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে স্বস্তিকা মুখোপাধ‍্যায়, অপর্ণা সেন, উষসী চক্রবর্তীর মতো একাধিক টলিসেলেব যোগদান করেছেন।
সূত্রের খবর, ‘আমরা তিলোত্তমা’র নামে একটি মঞ্চ এই মিছিলের ডাক দেয়। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১ টি দাবি জানানো হবে। কলেজ স্ক‍োয়‍্যার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।
advertisement
advertisement
কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে। মিছিল শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে উদ্যোক্তাদের।
প্রসঙ্গত, ‘আমরা তিলোত্তমা’ মঞ্চের অন‍্যতম দুই কাণ্ডারী হলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং নাট‍্যজগতের পরিচিত মুখ মধুরিমা গোস্বামী। অনির্বান ভট্টাচার্যের স্ত্রী মধুরিমা এবং সোহিনী সোশ‍্যাল মিডিয়ায় সরব আরজি কর কাণ্ড নিয়ে। সোহিনী-মধুরিমাদের উদ‍্যোগেই ১ সেপ্টেম্বর এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
RG Kar Protest: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement