TRENDING:

RG Kar Latest Update Akhtar Ali। স্ত্রীর অ‍্যাকাউন্টে ২ লাখ! টেন্ডার কেলেঙ্কারিতে RG Kar ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে CBI-এর বিস্ফোরক অভিযোগ!

Last Updated:

RG Kar Latest Update Akhtar Ali। সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে—টেন্ডার ও কোটেশন পাইয়ে দিতে এক বেসরকারি সংস্থার কর্তার কাছ থেকে আখতার আলি মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। সেই টাকা গিয়েছে কাশ্মিরী বেগম নামে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তদন্তে জানা যায়, তিনিই আখতার আলির স্ত্রী।

advertisement
চার কোটির বরাত পাইয়ে স্ত্রীর অ্যাকাউন্টে ২ লাখ! আরজি কর কেলেঙ্কারিতে ডেপুটি সুপার আখতার আলির নামে গুরুতর অভিযোগ সিবিআইয়ের। আরজি কর মেডিক্যাল কলেজের টেন্ডার দুর্নীতি নিয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতে দাখিল চার্জশিটে ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা।
আরজি কর টেন্ডার কেলেঙ্কারি: আখতার আলির নামে সিবিআইয়ের বিস্ফোরক অভিযোগ
আরজি কর টেন্ডার কেলেঙ্কারি: আখতার আলির নামে সিবিআইয়ের বিস্ফোরক অভিযোগ
advertisement

সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে—টেন্ডার ও কোটেশন পাইয়ে দিতে এক বেসরকারি সংস্থার কর্তার কাছ থেকে আখতার আলি মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। সেই টাকা গিয়েছে কাশ্মিরী বেগম নামে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তদন্তে জানা যায়, তিনিই আখতার আলির স্ত্রী।

আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট দিল সিবিআই! অভিযুক্ত হিসেবে নাম খোদ অভিযোগকারী আখতারি আলির

advertisement

চার্জশিটে আরও উল্লেখ, ভাইয়ের চিকিৎসা ও ঋণ পরিশোধের নাম করেও টাকা তোলার অভিযোগ রয়েছে আখতারের বিরুদ্ধে। এক ব্যবসায়ীকে কোটেশন পাইয়ে দেওয়ার বিনিময়ে আখতার নেন সপরিবারে ভ্রমণের ১ লক্ষ ৪৯ হাজার টাকার সুবিধা—এ অভিযোগও নথিভুক্ত হয়েছে চার্জশিটে।

তদন্তে সিবিআই দাবি করেছে, সন্দীপ ঘোষের আগমনের বহু আগেই টেন্ডার ও কোটেশন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন আখতার। সন্দীপ দায়িত্ব নেওয়ার পর দু’জনে মিলে এই দুর্নীতি আরও বাড়ান। পরে কোনও অভ্যন্তরীণ বিষয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ তৈরি হয়। সম্পর্কের টানাপোড়েন চরমে উঠতেই আখতার সন্দীপের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেন—সেই তথ্যও চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ—আর জি কর হাসপাতালের ক্যান্টিনের বরাত পেতে এক মহিলার সই জাল করে টেন্ডার জমা দেওয়া হয়েছিল। তদন্তে উঠে এসেছে, আখতারের নির্দেশেই শশীকান্ত চন্দক এক মহিলার স্বাক্ষর নকল করে সেই টেন্ডার জমা দিয়েছিলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Latest Update Akhtar Ali। স্ত্রীর অ‍্যাকাউন্টে ২ লাখ! টেন্ডার কেলেঙ্কারিতে RG Kar ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে CBI-এর বিস্ফোরক অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল