মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছলেন নির্যাতিতার বাবা-মা। সূত্রের খবর, সংবিধান দিবস উপলক্ষে বিরোধী বিধায়কদের কাছে তারা বিচার চাইতে এসেছেন। বিধানসভায় পৌঁছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তাঁকে আরজি কর কাণ্ডের সুবিচারের দাবিতে পথে নেমে আন্দোলন জারি রাখতে অনুরোধ করেন নির্যাতিতার বাবা-মা।
advertisement
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, ‘‘আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যু বাংলার সবাইকে স্পর্শ করছে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন ফাঁসি চাই। এটা নিয়ে নাটক করার কিছু নেই। সকলের স্বরুপ প্রকাশ পেয়েছে। বিচার ব্যবস্থায় আমাদের হাত নেই। এটা ওদের একটা পলিটিক্যাল অ্যাজেন্ডা। রাজ্যের এই মুহুর্তে কিছু করার নেই।’’
প্রসঙ্গত, আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে এবার সিবিআইয়ের পক্ষ থেকে নির্যাতিতা তরুণীর পোস্টমর্টেম রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া কথা বলা হচ্ছে। নির্দিষ্ট এই তরুণীর পোস্টমর্টেমের আগের পাঁচটি এবং পরের পাঁচটি দেহের পোস্টমর্টেম রিপোর্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হল। কোনও অসঙ্গতি আছে কিনা, কোনও রকম কিছু চাপা দেওয়া হয়েছে কিনা, সঠিকভাবে ময়নাতদন্ত করা হয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখা হবে।