আরও পড়ুনঃ সাতসকালে এলোপাথারি কোপ! পারিবারিক বিবাদের জেরে খুন! পলাতক অভিযুক্ত
বিপ্লব সিংহের জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বলেন, ‘বিপ্লব শুধু আরজি করে ওষুধ সরবরাহ করতেন এমন নয়, এসএসকেএম, হাওড়া গ্রামীন হাসপাতাল, মেডিক্যাল কলেজেও ওষুধ সরবরাহ করতেন। কারণ তাঁর সেই শংসাপত্র ছিল বলেই বরাত পেয়েছিলেন।’
advertisement
সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘গুরুতর অভিযোগের ভিত্তিতে একাধিক তথ্য ও নথি পাওয়া গেছে। দুটো মামলার মধ্যে কোনও যোগ আছে কী না তদন্ত করে দেখা হচ্ছে। ধর্ষণ ও খুনের মামলা থেকে শুরু হয়েছে, পরে এই দুর্নীতির বিষয় সামনে এসেছে।’
আরও পড়ুনঃ নিস্তার নেই ষাটোর্ধ্ব মহিলারও! ভাইফোঁটার দিন নক্কারজনক ঘটনা মেমারিতে, পুলিশের জালে দুই
বিচারক প্রশ্ন করেন সিবিআইয়ের আইনজীবীকে তদন্তের অগ্রগতি কেমন? সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘মা তারা টেডার্সকে টেন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু এই সংস্থা টেন্ডারে অংশ নেয়নি। এমন একাধিক নথি ও তথ্য আমরা পেয়েছি। আশিস পাণ্ডের বিরুদ্ধেও একাধিক তথ্য প্রমাণ মিলেছে। আশিস পাণ্ডে ও সুমন হাজরার জামিনের আবেদনের শুনানি হবে ১২ নভেম্বর।’ বিপ্লবের জামিনের আবেদন খারিজ। ১৮ নভেম্বর পর্যন্ত সকলের জেল হেফাজত।