TRENDING:

RG Kar murder victim doctor family allegation: 'আরজি করে যেতে আর ভাল লাগে না!' শেষ দিকে কেন বলত মেয়ে, প্রশ্ন নির্যাতিতার মায়ের

Last Updated:

নির্যাতিতার মাও এ দিন চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, শেষ দিকে আর আরজি করে যেতে চাইতেন না ওই মহিলা চিকিৎসক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোদপুর: ‘আরজি কর হাসপাতালে যেতে আর ভাল লাগে না৷’ মৃত্যুর কিছু দিন আগে থেকেই এমন বলতেন নির্যাতিতা৷ শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন নিহত মহিলা চিকিৎসকের মা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

নিহত চিকিৎসকের বাবা এ দিনও মেয়ের মৃত্যুর জন্য সরাসরি আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দিকে আঙুল তুলেছেন৷ নিহত চিকিৎসকের বাবার অভিযোগ, হাসপাতালের যে বিভাগে তাঁর মেয়ে কাজ করতেন, ঘটনার পর থেকে সেখানকার কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি৷

আরও পড়ুন: আরজি কর ঘটনার প্রেক্ষিতে ডার্বি ম্যাচে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, বন্ধ হল মোহন বনাম ইস্ট ম্যাচ

advertisement

নিহত চিকিৎসকের বাবা বলেন, ‘আমাদের সন্দেহ ওর ডিপার্টেমেন্টের কেউই এর সঙ্গে জড়িত৷ না হলে ঘটনা ঘটার পর থেকে আজ পর্যন্ত ওই বিভাগের একজনও কেন আমাদের সঙ্গে যোগাযোগ করল না? এর সঙ্গে হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষও যুক্ত থাকতে পারেন৷ আমার মেয়ে যেদিন মারা সেদিন তিনি আমাদের সঙ্গে কথা বলেননি৷ উল্টে আমাদের বলেন, আমার সঙ্গে কথা বলতে গেলে আমার ঘরে আসতে হবে৷’ এর আগে নিহত চিকিৎসকের বাবা প্রশ্ন তুলেছিলেন, সারা রাত ডিউটিতে না থাকলেও কেন হাসপাতালের কেউ ওই মহিলা চিকিৎসকের খোঁজ করলেন না?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নির্যাতিতার মাও এ দিন চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, শেষ দিকে আর আরজি করে যেতে চাইতেন না ওই মহিলা চিকিৎসক৷ নির্যাতিতার মা বলেন, ‘ও বলত আরজি করে যেতে আর ভাল লাগে না৷ এমডি করার জন্য যেটুকু শেখার শেখা হয়ে গিয়েছে৷ এখন শুধু যাই, কাজ করি, চলে আসি৷ নির্যাতিতার মা আরও বলেন, ঘটনার দিন হাসপাতালে পৌঁছে আমরা বার বার বললাম, পায়ে ধরছি, আমার মেয়েটা যে অবস্থায় আছে আমাদের একবার দেখতে দিন৷ তখন আমাদের বলা হয়, ওখানে যাওয়া যাবে না, তদন্ত চলছে৷ আমাদের বাড়িতে অনেক ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছেন, প্রত্যেকে বলেছেন এই কাজ কারও একার পক্ষে সম্ভব নয়৷ আমাদের মেয়েকেও আমরা যে অবস্থায় দেখেছিলাম, তাতে আমাদেরও তাই মনে হয়েছিল৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar murder victim doctor family allegation: 'আরজি করে যেতে আর ভাল লাগে না!' শেষ দিকে কেন বলত মেয়ে, প্রশ্ন নির্যাতিতার মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল