Derby Cancelled: আরজি কর ঘটনার প্রেক্ষিতে ডার্বি ম্যাচে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, বন্ধ হল মোহন বনাম ইস্ট ম্যাচ
- Reported by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Derby Cancelled - আরজি কর কাণ্ডের প্রতিবাদে গ্যালারিতে হতে পারে উত্তাল , আশঙ্কার কারণেই বাতিল ইস্টবেঙ্গল বনাম মোহন বাগান ম্যাচ
কলকাতা: রবিবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ নিয়ে জটিলতায়! খেলা হবে না ডার্বি ম্যাচ৷ আরজি কর কাণ্ডের জেরে অস্থিরতার আভাস ছিল, আর সেই শঙ্কাতেই যুবভারতীতে বাতিল হল মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ৷
দুপুরে জরুরি বৈঠকে প্রশাসন এবং ডুরান্ড কমিটির। পিছিয়ে দেওয়া হয় দুই দলের সাংবাদিক সম্মেলনের সময়। দুপুরের পরিবর্তে হবে বিকেলে। আগে খবর হয়েছিল, সেখানে জানা গিয়েছিল আইনশৃঙ্খলা সমস্যা হতে পারে ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে। তাই বিধাননগর পুলিশের পক্ষ থেকে আপত্তি ছিল।
আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: তিনিও মেয়ের বাবা, আরজি করের ঘটনায় ফের মুখ খুললেন সৌরভ, যা বললেন দাদা
advertisement
advertisement
ইতিমধ্যেই দুই দলের সমর্থকের পক্ষ থেকে শ্লোগান উঠেছিল এবারের ডার্বি “উই ওয়ান্ট জাস্টিস” এর পক্ষে। দুই দলের সমর্থকরা খেলার শুরুতে মিছিল করতে পারেএরকম শোনা গিয়েছিল৷ পাশাপাশি এই স্লোগানও ভাইরাল হয়েছিল দুই গ্যালারি একই স্বর আরজি কর, আরজি কর৷
মাঠে যদি হঠাৎ করেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় তাই আগাম ব্যবস্থা নিল প্রশাসন৷ জানিয়ে দেওয়া হল ডুরান্ডের ডার্বি ম্যাচ পরিত্যক্ত৷ দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে৷ দুই দলই পৌঁছে গেল ডুরান্ডের নক আউট পর্বে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 17, 2024 3:32 PM IST










