সব মিলিয়ে প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়ন রয়েছে শিয়ালদা কোর্ট সহ আশেপাশে এলাকায়।শিয়ালদহ কোর্ট চত্বর এবং আশেপাশের এলাকা মিলিয়ে সকাল থেকেই কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোর্ট চত্বরে সামনে করা হয়ছে ত্রিস্তরীয় গার্ডরেইলের ব্যবস্থা। নিরাপত্তার তত্ত্বাবধানে দুজন ডিসি পদমর্যাদার অফিসার।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির পাশে কিলবিল করবে সাপ! ভুলেও এই ৫ খাবার রাখবেন না! আজই সতর্ক হন…৩নম্বরটা একদমই না
আরজি কর কাণ্ডের সাজা রায়ের দিন সরব নির্যাতিতার মা। তিনি বলেন, ‘সাজা হিসেবে ফাঁসি চাই। সিবিআই প্রভাবিত হয়েছে। বড় মাথা রয়েছে। সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে অনেক।’ নির্যাতিতার বাব বলেন, ‘কোনও আসামি তো স্বীকার করে না যে সে দোষী। তবে কঠোর শাস্তি চাই। আমরা যাতে আগামী দিনে লড়াই আরও বৃহত্তর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাঁর প্লাটফর্ম তৈরি করে দিচ্ছেন বিচারক সে ইঙ্গিত গত দিন উনি দিয়েছেন।’