আজ সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদহ আদালতের আশেপাশের এলাকা। প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে। রয়েছেন দু’জন ডিসি পদমর্যাদা আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে ৫ জন, ইন্সপেক্টর ১৪ জন, এসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন ৩১ জন, এএসআই পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন ৩৯ জন, কনস্টেবল রয়েছে ২৯৯, এবং মহিলা পুলিশ ৮০ জন। সব মিলিয়ে প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়ন রয়েছে শিয়ালদহ কোর্ট-সহ আশেপাশে এলাকায়।
advertisement
সঞ্জয়ের মা ছেলের সাজা ঘোষণার দিন সকালে বলেন, তিনি ছেলের ফাঁসি চান। তাঁর দাবি, সিবিআই প্রভাবিত হয়েছে। বড়ো মাথা রয়েছে। সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে অনেক। বাবাও বলেন, কোনও আসামি তো স্বীকার করে না সে দোষী। তবে ওর আমরা কঠোর শাস্তি চাই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 11:16 AM IST