মুখ্যমন্ত্রীকে নিশানা করে পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা থেকে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা সম্পূর্ণটাই আজ বিপন্ন বলেও এদিন দাবি করেন শুভেন্দু। মহিলা সুরক্ষায় নয়া সরকারি অ্যাডভাইজারি জারি করা নিয়েও তৃণমূল সরকারকে কড়া ভাষায় তোপ দেগেছেন বিরোধী দলনেতা। আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে রাজনীতির ঊর্ধ্বে উঠে এ রাজ্যের পাশাপাশি প্রতিবাদে সরব হয়েছে গোটা বিশ্ব। কিন্তু এ রাজ্যের প্রতিবাদীদের বারবারই কণ্ঠরোধ থেকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মহলের।
advertisement
আরও পড়ুন– বিনামূল্যে আইনি সাহায্যের বিরাট ঘোষণা শুভেন্দুর, কাদের বার্তা বিরোধী দলনেতার?
এই পরিস্থিতিতে হাতে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী আরজিকর কান্ডে নির্যাতিতার বাবার কাছে এবার বড় আবেদন করে বললেন, ‘‘উনি এবার মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে পদত্যাগ করার দাবি জানান। দাবি পূরণ না হলে নবান্ন অভিযানের ডাক দিন। নবান্ন অভিযানে ওঁর বাবাকে আসতে হবে না। উনি শুধু একটা কল দিন। নবান্ন যাওয়ার বাকিটা আমরা করে দেবো। বিভিন্ন রাজনৈতিক দল নিজের মত করে লাগাতার প্রতিবাদ জানাচ্ছে।’’ এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একটাই পথ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সবাই মিলে ‘নবান্ন চলো’ বলে আরও একবার বার্তা দিলেন বিরোধী দলনেতা।