Suvendu Adhikari: বিনামূল্যে আইনি সাহায্যের বিরাট ঘোষণা শুভেন্দুর, কাদের বার্তা বিরোধী দলনেতার?

Last Updated:

আরজি কর ঘটনাকে সামনে রেখে সমাজমাধ্যমে পোস্ট করে যাঁরা হয়রানির শিকার হচ্ছেন তাঁদের বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌

বিনামূল্যে আইনি সাহায্যের বিরাট ঘোষণা শুভেন্দুর
বিনামূল্যে আইনি সাহায্যের বিরাট ঘোষণা শুভেন্দুর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নজর লালবাজারের! ভুল তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে নোটিস দিয়ে তলব করেছে লালবাজার।‌ এই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসক-সহ অনেকেই। এবার আরজি কর ঘটনাকে সামনে রেখে সমাজমাধ্যমে পোস্ট করে যাঁরা হয়রানির শিকার হচ্ছেন তাঁদের বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌
পুলিশের তরফে যাঁদেরকে নোটিস দেওয়া হচ্ছে, তাঁরা যদি চান তাহলে তাঁদের নাম পরিচয়-সহ সেই নোটিসের নথি তাঁর নির্দিষ্ট ইমেল আইডি adhikarisuvenduwb1@gmail.com-এ পাঠানোর আবেদন জানিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘‘গণতন্ত্রের মেরুদণ্ডই হল স্বাধীন মতামত পেশ করা। যা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর।’’
advertisement
advertisement
advertisement
পুলিশ সরকার ও প্রশাসনকে নিশানা করে শুভেন্দু জানালেন, নির্দিষ্ট ইমেল আইডিতে তথ্য সরবরাহ করা হলেই তাঁর আইনি পরামর্শ দল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যাঁরা লালবাজারের তলবের মুখে পড়েছেন সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আইনি সাহায্য প্রদান করবে।
advertisement
শুভেন্দুর দাবি, ‘‘বিভিন্ন মাধ্যম থেকে আমি খবর পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আরজি কর হাসপাতালের ডাক্তার বোনটির উপর পাশবিক অত্যাচার এবং তাঁকে নৃশংস ভাবে খুনের প্রতিবাদে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের সমালোচনা মূলক পোস্ট করার জন্য রাজ্যে এবং রাজ্যের বাইরের বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৪ এর ১৬৮ নং ধারায় নোটিস দেওয়া হচ্ছে, পোস্ট মুছে দিতে জোর করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।’’
advertisement
শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘আমি বিশ্বাস করি গণতন্ত্রে যে কোনও অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে, আমাদের দেশের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। কিন্তু প্রতিবাদের ভাষা যদি অশ্লীল না হয় শুধু মাত্র প্রতিবাদ ও সমালোচনা করার উদ্দেশ্যে আপনাদের মতামত সমাজমাধ্যমে পোস্ট করার জন্য আপনাদের যদি পুলিশের হয়রানির শিকার হতে হয় তাহলে নিখরচায় আমার আইনজীবীদের মারফত আইনি সাহায্য দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের পাশে আছি।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: বিনামূল্যে আইনি সাহায্যের বিরাট ঘোষণা শুভেন্দুর, কাদের বার্তা বিরোধী দলনেতার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement