RG Kar Case Protest: নিজের জন্মদিন পালন নয়, ‘We Want Justice’ পোস্টার হাতে রাস্তায় মোহনবাগান অধিনায়ক শুভাশিস

Last Updated:

RG Kar Case- Mohun Bagan captain Subhasish Bose joins the protests: ফুটবলপ্রেমীদের চার ঘণ্টার বেশি প্রতিবাদ কর্মসূচিতে বাড়তি মাত্রা যোগ করল মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসের উপস্থিতি।

স্ত্রী কস্তুরীর সঙ্গে ‘We Want Justice’ পোস্টার হাতে রাস্তায় মোহনবাগান অধিনায়ক শুভাশিস
স্ত্রী কস্তুরীর সঙ্গে ‘We Want Justice’ পোস্টার হাতে রাস্তায় মোহনবাগান অধিনায়ক শুভাশিস
ঈরণ রায় বর্মন, কলকাতা: ১৮ অগাস্ট ২০২৪। বাংলার ফুটবল ইতিহাসে এই দিনটা লেখা থাকবে আজীবন। ডার্বি বাতিল। তবুও যুবভারতীর পথে লাল-হলুদ এবং সবুজ-মেরুন সমর্থকরা। চিরাচরিত ইলিশ-চিংড়ি লড়াই ভুলে ইস্ট-মোহন এবার একজোট। ‘‘দুই গ্যালারির এক স্বর, জাস্টিস ফর আরজি কর।’’ এই স্লোগানে মুখরিত হল বাইপাস।‌
দুই চিরশত্রু দলের সমর্থকদের মুখে স্লোগান উঠল ‘‘ঘটি-বাঙাল ভাই ভাই। আরজি করের বিচার চাই।’’ ফুটবলপ্রেমীদের চার ঘণ্টার বেশি প্রতিবাদ কর্মসূচিতে বাড়তি মাত্রা যোগ করল মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসের উপস্থিতি। জীবনের নিজের অন্যতম সেরা দিনের আনন্দ বাদ দিয়ে প্রতিবাদে হাজির হলেন বাগান নেতা। রবিবার অর্থাৎ ১৮ অগাস্ট ছিল শুভাশিসের জন্মদিন। তবে নিজের জন্মদিনের আরম্ভর বাদ দিয়ে বৃষ্টির মধ্যেই স্ত্রী কস্তুরীকে নিয়ে যুবভারতী সংলগ্ন কাদাপাড়ায় উপস্থিত শুভাশিস।‌
advertisement
advertisement
লাল হলুদ, সবুজ মেরুন সমর্থকদের করতালিতে মুখরিত হল শুভাশিসের উপস্থিতি। প্রতিবাদে যোগ দিয়েই শুভাশিসের মুখে স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। কঠোর শাস্তি চাই দোষীদের। আসলে নিজের জন্মদিন হলেও রবিবার ফুটবলপ্রেমীদের প্রতিবাদ কর্মসূচি দেখে ঘরে বসে থাকতে পারেননি মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বোস। তিনি সস্ত্রীক পথে নেমে দাবি তুললেন, আরজি কর কাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের।
advertisement
পথে নেমে বাগান অধিনায়ককে প্রতিবাদ করতে দেখে তিন প্রধানের সমর্থকরাই এ জন্য কৃতজ্ঞতা জানান। রবিবার প্রতিবাদ কর্মসূচিতে শুভাশিসের এক হাতে ছিল পোস্টার অন্য হাতে জাতীয় পতাকা। নিউজ18 বাংলার মুখোমুখি হয়ে শুভাশিস বলেন, ‘‘একজন নাগরিক হিসেবে পথে নেমেছি। এটা আমার কর্তব্য মনে হয়েছে। এই মক্কারজনক ঘটনা যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পাক সেটাই চাই। আর একটা কথা বলতে চাই কলকাতার রাস্তায় মেয়েরা যদি বেরোতে ভয় পায় কিংবা একা যদি বের হতে না পারে তাহলে আমাদের প্রতিবাদ করতে হবে। নারী সুরক্ষা সুরক্ষিত করতেই হবে।’’ শুভাশিস আরও বলেন, ‘‘আমরা ম্যাচ খেলতে পছন্দ করি। ম্যাচ বাতিল হলে ভাল লাগে না। কেন ম্যাচ বাতিল করা হল তা পুলিশ ও প্রশাসনের ব্যাপার। কিন্তু আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার ন্যায়বিচার চাই। সেই কারণে পথে নেমেছি।’’
advertisement
পাশে দাঁড়িয়ে থাকা শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী বলেন, ‘‘একটাই কথা বলব উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাইতেই পথে নেমেছি।’’ প্রায় এক ঘণ্টার বেশি সময় স্ত্রী কস্তুরীকে নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনবাগান অধিনায়ক। নিজের সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিবাদ জানিয়ে পোস্ট করেন তিনি। সঙ্গে প্রতিবাদে রাস্তায় নামার ছবিও দেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নিজেদের বিশেষ মুহূর্তের ছবি শুভাশিস করলেও এদিন জন্মদিনের কোন ছবি পোস্ট করেননি। আসলে নিজের ২৯ বছর বয়সে জন্মদিনটা ব্যতিক্রমী রাখতে চেয়েছিলেন শুভাশিস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RG Kar Case Protest: নিজের জন্মদিন পালন নয়, ‘We Want Justice’ পোস্টার হাতে রাস্তায় মোহনবাগান অধিনায়ক শুভাশিস
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement