TRENDING:

আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি রেকর্ড করতে পারবে সিবিআই, নির্দেশ শিয়ালদহ আদালতের

Last Updated:

RG Kar Case: আরজি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা মামলায় নয়া মোড়। মঙ্গলবার শিয়ালদহ আদালত নির্দেশ নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে আইনি কোনও বাধা নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

কলকাতা: আরজি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা মামলায় নয়া মোড়মঙ্গলবার শিয়ালদহ আদালত নির্দেশ নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে আইনি কোনও বাধা নেই।

advertisement

জানা গিয়েছে, নির্যাতিতার মা গত শুক্রবার শিয়ালদহ আদালতের এসিজেএম এজলাসে গোপন জবানবন্দি দিতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে, নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে আইনি কোনও বাধা নেই।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে গণনির্যাতিতা তরুণীকে ফের নির্যাতন, ঘুষ নেওয়ারও অভিযোগ! সাসপেন্ড দুই পুলিশকর্মী

advertisement

আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি মনে করে নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড করা প্রয়োজন, তাহলে নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড করতে পারবে সিবিআই, এক্ষেত্রে আইনি বাধা নেই।

গত শুক্রবার আরজি কর ধর্ষণ ও খুনের বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে আদালতে সপ্তম কেস ডায়েরি জমা দেয় সিবিআই৷ যদিও সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করেন নির্যাতিতার বাবা-মা৷ সঞ্জয় রায়ের ফাঁসির নির্দেশ দেওয়া হলেও তাঁদের মেয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল চক্রীকে আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেন নির্যাতিতার বাবা৷

advertisement

আরও পড়ুন: আগামিকাল থেকেই শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া! বিপুল শূন্যপদ, সরকারি চাকরির সুবর্ণ সুযোগ

সেই সঙ্গে শুক্রবার দিন, ‘নির্লজ্জ’ বলে ভরা আদালতে আঙুল তুলে দোষারোপ করেন আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মা৷ এই ঘটনায় আদালতের বাইরে বেরিয়ে এসে ওই সিবিআই আধিকারিক বলেন, আমি নিজেও একজন মা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে দাউ দাউ করে আগুন! পোষ্য কুকুরের তৎপতায় প্রাণ বাঁচল সকলের
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি রেকর্ড করতে পারবে সিবিআই, নির্দেশ শিয়ালদহ আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল