কলকাতা: আরজি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা মামলায় নয়া মোড়। মঙ্গলবার শিয়ালদহ আদালত নির্দেশ নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে আইনি কোনও বাধা নেই।
advertisement
জানা গিয়েছে, নির্যাতিতার মা গত শুক্রবার শিয়ালদহ আদালতের এসিজেএম এজলাসে গোপন জবানবন্দি দিতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে, নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে আইনি কোনও বাধা নেই।
আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি মনে করে নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড করা প্রয়োজন, তাহলে নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড করতে পারবে সিবিআই, এক্ষেত্রে আইনি বাধা নেই।
গত শুক্রবার আরজি কর ধর্ষণ ও খুনের বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে আদালতে সপ্তম কেস ডায়েরি জমা দেয় সিবিআই৷ যদিও সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করেন নির্যাতিতার বাবা-মা৷ সঞ্জয় রায়ের ফাঁসির নির্দেশ দেওয়া হলেও তাঁদের মেয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল চক্রীকে আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেন নির্যাতিতার বাবা৷
সেই সঙ্গে শুক্রবার দিন, ‘নির্লজ্জ’ বলে ভরা আদালতে আঙুল তুলে দোষারোপ করেন আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মা৷ এই ঘটনায় আদালতের বাইরে বেরিয়ে এসে ওই সিবিআই আধিকারিক বলেন, “আমি নিজেও একজন মা৷“
