সামগ্রিকভাবে সুন্দরবনের উন্নতি কিভাবে সম্ভব সেটাই এই প্রজেক্টে রয়েছে। বিশ্বব্যাঙ্কের সাহায্যে ৪ হাজার ১০০ কোটি টাকার এই প্রকল্প তৈরি হবে।
ইতিমধ্যেই কেন্দ্রের কাছে যাবতীয় রিপোর্ট পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে এখনও গ্রিন সিগন্যাল না আসলেও রাজ্য আশাবাদী, কেন্দ্রের অনুমতির পর দ্রুত এই ঋণ পাওয়া সম্ভব হবে। এবং কাজ শুরু হবে। সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালে পুজোর আগে এই প্রজেক্টের কাজ শুরু হতে পারে।
advertisement
সেই কারণেই মঙ্গলবার সহ সেচ সহ ১২ দফতরকে নিয়ে সমন্বয়ে বৈঠক আয়োজিত হল। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুইয়া, বঙ্কিম হাজরা, সংসদ প্রতিমা মন্ডল সরকারি আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 8:30 PM IST
