TRENDING:

RG Kar Hospital students protest: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

Last Updated:

RG Kar Hospital students protest: আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের পরে হাসপাতালের নিরাপত্তা-সহ পরিকাঠামো নিয়ে ডাক্তারি এবং নার্সিং পড়ুয়াদের দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের পরে হাসপাতালের নিরাপত্তা-সহ পরিকাঠামো নিয়ে ডাক্তারি এবং নার্সিং পড়ুয়াদের দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর। মহিলা ডাক্তারি পড়ুয়ার নির্যাতনের ঘটনায় ডাক্তারি এবং নার্সিং পড়ুয়ারা প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন।
মেনে নেওয়া হল পড়ুয়াদের দাবি।
মেনে নেওয়া হল পড়ুয়াদের দাবি।
advertisement

সূত্রের খবর, আরজি করের ডাক্তারি এবং নার্সিং পড়ুয়াদের ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কড়া হচ্ছে কর্তৃপক্ষ। জুনিয়র ডাক্তারের নির্যাতনের ঘটনার দিন উপস্থিত দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে বেসরকারি নিরাপত্তা এজেন্সির সুপারভাইজার এবং ওই এজেন্সিকে শো কজ করা হয়েছে। শুধু তাই নয়, প্রয়োজনে দ্রুত অন্য সংস্থার হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হবে। পাশাপাশি, নিরাপত্তারক্ষীও বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুন: আরজি করে জুনিয়র ডাক্তার হত্যাকাণ্ডে ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের একাধিক অভিযোগ ছিল। আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ বলেন, “পিডব্লিউডি-র সঙ্গে কথা বলে আগামিকাল থেকেই জুনিয়র ডাক্তারদের জন্য পর্যাপ্ত শৌচাগার তৈরির ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে মহিলা জুনিয়র ডাক্তারদের পোশাক পরিবর্তন করার জন্য রেস্টরুমের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে, টালা থানার পক্ষ থেকে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে”। এদিন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তুভ নায়েক, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম পড়ুয়াদের দাবি মেনে নেওয়ার কথা জানান।

advertisement

আরও পড়ুন: স্ত্রীকে মারধর করে খুন! গোপনাঙ্গে বেলন ঢুকিয়ে অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শনিবার জানিয়েছে, আরজি কর হাসপাতালের জন্য বেলগাছিয়া ট্রাম ডিপোর ৩ একর জমি দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Hospital students protest: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল