শনিবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানানো হয়েছিল, আগামী সপ্তাহেই ফলপ্রকাশ হবে শিক্ষক নিয়োগের ৷ প্রকাশিত হবে নবম-দশম শ্রেণির লিখিত পরীক্ষার ফলপ্রকাশ ৷ তবে ফলপ্রকাশ হলেও এখনই নিয়োগ নয় নবম-দশম শ্রেণিতে ৷ প্রথমে তথ্য যাচাই হবে, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে তার পর বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে ৷
advertisement
রেজাল্ট জানা যাবে- www.westbengalssc.org এই সাইটে গিয়ে ৷ সাইটে গিয়ে দুটি ভাগ থাকবে ৷ একটি IX ও X ৷ আরেকটি X ও XI ৷
IX ও X লেখা বক্সে গিয়ে ক্লিক করে নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীরা নিজেদের ১৪ ডিজিট রোল নম্বর ও জন্মতারিখ দিলেই দেখতে পাবেন পরীক্ষার ফল ৷
আরও পড়ুন:
ফের থমকে যেতে পারে উচ্চমাধ্যমিকের শিক্ষক নিয়োগ !
সম্প্রতি হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখোমুখি হন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ৷ বিচারপতির অভিযোগ নিয়োগ নিয়ে একাধিক মামলা হাইকোর্টে বিচারাধীন ৷ কিন্তু তা সত্ত্বেও কমিশন কোর্টের নির্দেশ ঠিকমতো না মানায় মামলার নিষ্পত্তি সম্ভব হচ্ছে না ৷ আদালতেই মামলার সঙ্গে ঝুলে রয়েছে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ৷ মামলার প্রলম্বিত হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে বহু মানুষের মূল্যবান সময় ৷