মন্ত্রিসভার অনুমোদন, স্টাফ সিলেকশন কমিশন তুলে দিল রাজ্য

Last Updated:

স্টাফ সিলেকশন কমিশন তুলে দিল রাজ্য

#কলকাতা: আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ সেই সিদ্ধান্তে এবার মিলল মন্ত্রিসভার অনুমোদন ৷ আর রাজ্য সরকারি কর্মী নিয়োগের পরীক্ষা নেবে না স্টাফ সিলেকশন কমিশন ৷ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে কর্মী নিয়োগের দায়িত্বে থাকা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC তুলে দেওয়ার সিদ্ধান্তে পড়ল সিলমোহর ৷
পরিকাঠামোগত বহু ক্রটি ছাড়াও নিয়োগের ক্ষেত্রে প্রত্যাশামতো ফল না পেয়েই এই সিদ্ধান্ত ৷ তাহলে কিভাবে হবে রাজ্যে সরকারি কর্মী নিয়োগ ৷
এবার থেকে রাজ্য সরকারি কর্মী নিয়োগ করবে শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশনই। উঠে যাচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। এর বদলে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে স্টাফ সিলেকশন কমিশনকে মিলিয়ে দেওয়া হচ্ছে ৷
advertisement
advertisement
এদিন নবান্নে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, ‘আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত ৷ PSC-র মাধ্যমে সরকারি কর্মী নিয়োগ হবে ৷ গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডও কর্মী নিয়োগ করবে ৷ স্টাফ সিলেকশন কমিশনের অস্তিত্ব আর রইল না ৷’
২০১২ সালে সরকারি কর্মী নিয়োগের জন্য গঠন করা হয়েছিল স্টাফ সিলেকশন কমিশন। কিন্তু কয়েক বছরে সেভাবে কোনও নিয়োগ করতে পারেনি এই কমিশন। উল্টে প্রশ্নফাঁস, পরীক্ষার খাতা চুরি, মোবাইলে নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের ছবি চালাচালির মতো একাধিক অভিযোগ উঠেছে ৷
advertisement
মনে করা হচ্ছে সেকারণেই আর দুটি কমিশন না রেখে একটি কমিশনের মাধ্যমেই কর্মী নিয়োগ করবে সরকার। এবার থেকে ফের গ্রুপ-বি এবং সি বিভাগে কর্মী নিয়োগ করবে পিএসসি ৷ ইতিমধ্যেই রাজ্যে বহু দিন পর চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছে সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মন্ত্রিসভার অনুমোদন, স্টাফ সিলেকশন কমিশন তুলে দিল রাজ্য
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement