যদিও শৌভিক ভট্টাচার্যের দাবি, ইডির তথ্য অযৌক্তিক। সোমবার হলফনামা দিয়ে জানাবে শৌভিক। সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন: মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের
এদিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই আদালতে রিপোর্ট পেশ করেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই সিবিআই-কে হাইকোর্ট প্রশ্ন করেছিল, তদন্তে অগ্রগতি কোথায়? সত্য খুঁজতে আর কতদিন সময় লাগবে? কত দ্রুত তদন্ত শেষ করতে পারবেন?
advertisement
আরও পড়ুন: সাধারণ এক বাড়িতে কোটি-কোটি টাকার পাহাড়! কার বাড়ি? জানলে আঁতকে উঠবেন
এরপর গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে ফের রিপোর্ট জমা দেয় সিবিআই। সেখানে সিবিআইয়ের আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতির বিস্তার যেন আমেরিকার টুইন টাওয়ারের মতো। একটি স্তম্ভ যদি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি হয়, অন্যটি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বক্তব্য শুনে বিচারপতি সিনহা পুরসভা নিয়োগের দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তোলেন। তার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, ”পুর নিয়োগ দুর্নীতিকে বুর্জ খলিফা বললেও ভুল হবে না।”