এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলা থেকে ২০১৪-র টেট-অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার সেই সমস্ত শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করেছে সিবিআই।
আরও পড়ুন: জ্যোতি বসুকে ছুঁয়ে ফেললেন নবীন পট্টনায়েক! কিংবদন্তি নেতাকে টপকে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী
advertisement
সূত্রের খবর, গত দু’দিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড হয়েছে। টেট পাস না করেও কীভাবে চাকরি পেলেন? তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ দাবি করেছেন, সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে।
আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণ করে স্কুলের শৌচালয়ে বন্দি! স্কুল শিক্ষকের বীভৎস কীর্তি ফাঁস এবার
জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ। টেট-অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি সিবিআইয়ের। অন্যদিকে, প্রাইমারি টেট মামলায় চার্জশিট জমা নিয়ে বারবার বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই মামলায় তদন্তকারী অফিসারকে। কেন টাকার বিনিময়ে চাকরি পাওয়া প্রার্থীদের অভিযুক্ত হিসেবে না দেখিয়ে সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল, কেন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করে তদন্তকারী অফিসারের থেকে ব্যাখ্যাও চেয়ে পাঠিয়েছিলেন বিচারক।