অয়ন বিভিন্ন সময় ওই সকল নামের তালিকা শ্বেতাকে পাঠিয়েছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। ইডি সূত্রে খবর, তালিকা দেখে রিপ্লাইয়ে বিভিন্ন সাংকেতিক ইমোজি ব্যবহার করেছেন শ্বেতা চক্রবর্তী। কেন শ্বেতার কাছে তালিকা পাঠাতেন জানতে চাইছে ইডি। অয়ন গ্রেফতার হওয়ার পর তাঁর ফোন থেকেই এই সকল টেক্সট মেসেজ পেয়েছে তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: এতবড় ধাপ্পাবাজি! জীবনকৃষ্ণের চাকরি নিয়ে যা জানল সিবিআই, জানলে মাথায় হাত পড়বে যে কারও
advertisement
বেশ কিছু আর্থিক লেনদেন নিয়েও শ্বেতাকে টেক্সট মেসেজ করেছিলেন অয়ন দাবি ইডির। কেন শ্বেতাকে ওই সকল লেনদেনের তথ্য দিতেন ধোঁয়াশার মধ্যে তদন্তকারীরা। শুধু গাড়ি নয় শ্বেতার সম্পত্তি কেনার ক্ষেত্রেও অয়নের অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হয়েছিল। কেন অয়ন টাকা দিয়েছিলেন? উত্তর জানতেই শ্বেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
আরও পড়ুন: কার থেকে দুর্নীতি শিখল জীবন কৃষ্ণ? জেনে গেল CBI! এমন 'অস্ত্র' এল হাতে, বদলে যেতে পারে সব
এদিন শ্বেতা চক্রবর্তীর আইনজীবী সঞ্জীব দাঁ বলেছেন, 'এখন তদন্ত চলছে, গতকাল ইডি সমন করেছিল। উনি তদন্তে সহযোগিতা করার জন্য আজকে ইডি দফতরে এসেছেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট, ওনার সম্পত্তির নথি, অন্যান্য যে সমস্ত ট্রাঞ্জাকশন ব্যাঙ্কের সেই সমস্ত নথিপত্র চাওয়ায় উনি নিয়ে এসেছেন। তদন্ত এই মুহূর্তে চলছে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
অমিত সরকার