TRENDING:

Recruitment Scam | Ayan Sil Sweta Chakraborty: অয়ন-শ্বেতার হোয়াটস অ্যাপ চ্যাটে বড়সড় নাম! ইমোজি ব্যবহার, চমকে ওঠার মতো ঘটনা

Last Updated:

Recruitment Scam | Ayan Sil Sweta Chakraborty: অয়ন বিভিন্ন সময় ওই সকল নামের তালিকা শ্বেতাকে পাঠিয়েছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকে। এবার সেই জাল গোটাতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি‌। তাই এবার অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। তিনি অয়নের বান্ধবী বলেই ইডির হাতে তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, অয়ন শীল ও শ্বেতার মধ্যে হোয়াটস অ্যাপ টেক্সটে একাধিক নামের তালিকা পাওয়া গিয়েছে বলে দাবি ইডির।
শ্বেতা চক্রবর্তী ও অয়ন শীল
শ্বেতা চক্রবর্তী ও অয়ন শীল
advertisement

অয়ন বিভিন্ন সময় ওই সকল নামের তালিকা শ্বেতাকে পাঠিয়েছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। ইডি সূত্রে খবর, তালিকা দেখে রিপ্লাইয়ে বিভিন্ন সাংকেতিক ইমোজি ব্যবহার করেছেন শ্বেতা চক্রবর্তী। কেন শ্বেতার কাছে তালিকা পাঠাতেন জানতে চাইছে ইডি। অয়ন গ্রেফতার হওয়ার পর তাঁর ফোন থেকেই এই সকল টেক্সট মেসেজ পেয়েছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: এতবড় ধাপ্পাবাজি! জীবনকৃষ্ণের চাকরি নিয়ে যা জানল সিবিআই, জানলে মাথায় হাত পড়বে যে কারও

advertisement

বেশ কিছু আর্থিক লেনদেন নিয়েও শ্বেতাকে টেক্সট মেসেজ করেছিলেন অয়ন দাবি ইডির। কেন শ্বেতাকে ওই সকল লেনদেনের তথ্য দিতেন ধোঁয়াশার মধ্যে তদন্তকারীরা। শুধু গাড়ি নয় শ্বেতার সম্পত্তি কেনার ক্ষেত্রেও অয়নের অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হয়েছিল। কেন অয়ন টাকা দিয়েছিলেন? উত্তর জানতেই শ্বেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

advertisement

আরও পড়ুন: কার থেকে দুর্নীতি শিখল জীবন কৃষ্ণ? জেনে গেল CBI! এমন 'অস্ত্র' এল হাতে, বদলে যেতে পারে সব

এদিন শ্বেতা চক্রবর্তীর আইনজীবী সঞ্জীব দাঁ বলেছেন, 'এখন তদন্ত চলছে, গতকাল ইডি সমন করেছিল। উনি তদন্তে সহযোগিতা করার জন্য আজকে ইডি দফতরে এসেছেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট, ওনার সম্পত্তির নথি, অন্যান্য যে সমস্ত ট্রাঞ্জাকশন ব্যাঙ্কের সেই সমস্ত নথিপত্র চাওয়ায় উনি নিয়ে এসেছেন। তদন্ত এই মুহূর্তে চলছে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অমিত সরকার

বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment Scam | Ayan Sil Sweta Chakraborty: অয়ন-শ্বেতার হোয়াটস অ্যাপ চ্যাটে বড়সড় নাম! ইমোজি ব্যবহার, চমকে ওঠার মতো ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল